নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ে বসে এক নারীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটেছে। আজ (১১ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সরেজমিনে জানা গেছে, বরিশাল নগরীর বিবিরপুকুর পাড়ে প্রতিদিন সন্ধ্যায় শতশত নারী-পুরুষ ঘুরতে আসে। আবার কেউ আসে নানান রংয়ের চা খেতে। আজ সন্ধ্যার দিকে বরিশাল নগরীর পুলাশপুর এলাকার ছালেহা (ছদ্মনাম) বিবিরপুর পাড়ে ঘুরতে আসেন।
তাকে দেখে শাকিব বিপ্লব নামের এক যুবক ওই মেয়েকে উত্ত্যক্ত করতে থাকেন। এরপর ভূক্তভোগী তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে ডেকে নিয়ে আসেন। স্বজনরা ওই যুবককে জিজ্ঞাসা করলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ওই মেয়েটির পরিবার ওই যুবককে গণধোলাই দিয়ে বিবির পুকুরে ফেলে দেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply