সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৩৫

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
নির্বাচিত হলে সদর উপজেলাকে শহরের আদলে গড়তে চাই-জাহিদ ফারুক

নির্বাচিত হলে সদর উপজেলাকে শহরের আদলে গড়তে চাই-জাহিদ ফারুক

dynamic-sidebar

খবর বরিশাল ॥ বরিশাল-৫ (সদর) আসনের নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার কাজের মুল্যায়ন করেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে এদ্বারা আমার দায়িত্ব ও দায়বদ্ধতা বেড়ে গেছে। আমি আশাকরি বরিশালবাসী আমাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বরিশাল সদর উপজেলার উন্নয়ন করার সুযোগ করে দেবেন। বরিশাল সদর উপজেলাকে শহরের আদলে নিয়ে আসতে চাই।

 

যে উন্নয়নগুলো হয়নি তা সমাপ্ত করতে চাই। আমি সদর উপজেলার নদী ভাঙ্গন এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দিয়েছি। নদী ভাঙ্গন থেকে ঐ এলাকার বাসিন্দারা রক্ষা পেয়েছে। ওই এলাকা এখন পর্যটনকেন্দ্রে পরিনত হয়েছে। কীর্তনখোলা তীরবর্তী চরকাউয়ায় নদী রক্ষা বাঁধ নির্মানের জন্য ইতোমধ্যেই সেনাবাহিনী ক্যাম্প তৈরী করেছে। তারা শীগ্রই কাজ শুরু করবে। বরিশাল একটি আধুনিক শহর হবে। আমরা বরিশালকে নিয়ে গর্ব করতে পারবো। ভোলা থেকে গ্যাস আসবে।

 

এখানে শিল্প কারখানা হবে। যুবসমাজ চাকরি পাবে। নৌকা নির্বাচিত হলে বরিশাল একটি অর্থনৈতিক জোন হবে। সবাই ভালো থাকবে নিরাপদ থাকবে। চাঁদাবাজমুক্ত বরিশাল হবে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) সকালে নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, আমরা বরিশালের মানুষ সবসময় অবহেলিত ছিলাম। এখান থেকে মুূমূর্ষ একটা রোগীকে ঢাকায় নেয়ার পথে ফেরিঘাটেই মৃত্যুবরন করতো। এখন আর সেই অবস্থা নেই। এ অঞ্চলের কথা ভেবে প্রধানমন্ত্রী পদ্মার উপর সেতু করেছেন। আজ আর সেই দূর্ভোগ নেই। এখন বরিশালের মানুষ ৩ ঘন্টায় ঢাকা যাচ্ছে। এখানে পায়রা বন্দর হয়েছে। যেই প্রধানমন্ত্রী আমাদের জন্য এতো কিছু করছেন তার জন্যও কিছু করা উচিৎ।

 

নৌকায় ভোট দিয়ে তাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। তবেই এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকার সাথে উন্নয়ন জড়িত। তাকে প্রধানমন্ত্রী করতে হলে বরিশাল-৫ আসনে নৌকাকে বিজয়ী করতে হবে। আমি ৫ বছর এ আসনের সংসদ সদস্য ছিলাম। এই সময়ে টিআর, কাবিখা, টিউবওয়েলসহ কোন উন্নয়ন কাজ থেকে টাকা গ্রহন করেনি। স্বচ্ছতা ও সততার সাথে কাজ করেছি। এ ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

 

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি। এদিন তিনি বেলা ১১ টায় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন এর বাসভবনে বরিশাল নগর উন্নয়ন ফোরামের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বিকাল ৩ টায় সদর উপজেলার লাহার হাট শারীরিক চর্চা কেন্দ্রে টুংগিবাড়িয়া ইউনিয়ন আয়োজিত জনসভায় অংশগ্রহন করেন।

 

সন্ধ্যা ৬ টায় নগরীর ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম,

 

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, এ্যাডভোকেট লস্কর নুরুল হক, শ্রমীকলীগের জেলা সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম,

 

যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, নগর উন্নয়ন ফোরামের সভাপতি কাজী এনায়েত হোসেন শিপলু, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net