প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে ইন্টার মায়ামিকে বিধ্বস্ত করেছে আল নাসর। শেষদিকে মাঠে নেমে বিশেষ কিছু করতে পারেননি লিওনেল মেসি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ক্লাব প্রীতি ম্যাচে সৌদি আরবের কিংডম অ্যারেনায় রোনালদোর আল নাসরের বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে মেসিরা। মায়ামির জালে গোল উৎসব করে হ্যাটট্রিক তুলে নিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা।
ইনজুরির কারণে আল নাসরের স্কোয়াডে ছিলেন না পর্তুগিজ বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দলকে উৎসাহ দিতে ঠিকই উপস্থিত হয়েছিলেন কিংডম অ্যারেনার গ্যালারিতে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীকে মাঠের লড়াইয়ে না পেয়ে প্রথমার্ধে মাঠে নামেননি লিওনেল মেসি।
আর সেটাই ভুগিয়েছে মায়ামিকে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী যখন মাঠে নামেন ততক্ষণে মায়ামি ম্যাচ থেকে একেবারে ছিটকে যায়। ৮৩তম মিনিটে মাঠে নেমে ৬-০ গোলে থাকা দলের হয়ে বিশেষ কিছু করতেও পারেননি এ তারকা।
এদিন শুরু থেকেই গোল উৎসব করে আল নাসর। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই মায়ামির জালে বল জড়ান রোনালদোর পর্তুগিজ সতীর্থ ওতাভিও। মার্সেলো ব্রোজোভিচের পাস বৃথা যেতে দেননি তিনি। এর সাত মিনিট পরই ডি-বক্সে আল আলিয়ার পাস পেয়ে জালে জড়ান নাসরের ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা। ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি।
এরপর ১২তম মিনিটে মায়ামির হতাশা দ্বিগুণ করে দেন আয়মেরিক লাপোর্তে। নিজেদের অর্ধ থেকে তার করা জোরালো ফ্রি-কিক সরাসরি জড়ায় মায়ামির জালে। গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এগিয়ে থাকায় বলের নাগাল পাননি। আল নাসরের প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে উচ্ছ্বাসে মেতে ওঠেন রোনালদো। অন্যদিকে ডাগআউটে বসে থাকা মেসির চোখে-মুখে ছিল হতাশামাখা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply