বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:১২

নগরীতে পাঁচ বোতল ফেন্সিডিলসহ আটক কারবারি

নগরীতে পাঁচ বোতল ফেন্সিডিলসহ আটক কারবারি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ড হরিনাফুলিয়া মাদ্রাসা এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ জসিম গাজী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গতকাল রবিবার (০২মে) বিকেলে বিসিসির ২৬নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রাহাতুল ইসলাম।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নম্বর ওয়ার্ড হরিনাফুলিয়া মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে তার কাছথেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত জসিম গাজী হরিনাফুলিয়া এলাকার মৃত মোতাহার গাজীর পুত্র। এ অভিযানে সহায়তা করেন, কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) হালিম, সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) সাইফুল, সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) রাজ্জাক।

যানাজায়, আটককৃত আসামি জসিম গাজী এর আগেও বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক হয়েছিলো। এঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলমান রয়েছে ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net