বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৪১

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্তে আটক

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্তে আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় থাকা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হয়েছেন।

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী (দনা) এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে আটকের তথ্য নিশ্চিত করে জানানো হয়, তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটকের পর তাকে ​​​​​​জকিগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।

একই অভিযোগে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net