খবর বরিশাল ডেস্কঃ
মানুষের পাশে তাদের দুর্যোগে যারা দাঁড়ায়, তারাই মানবতার কারিগর। নিজের জন্যে শুধু ঝামেলামুক্ত জীবন নয়, প্রতিকুলতার মধ্যেও মানুষের সেবায় আত্মনিয়োগ করাই মহানুভবতার পরিচায়ক। সেই আলোকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ”মানবতার তরে আমরা ফাউন্ডেশন এর সদস্যরা। রবিবার ২৩ আগস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রায় দুই শতাধিক মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি ও খিচুড়ির ব্যবস্থা করা হয়। ফাউন্ডেসনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনির হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে মানবিক দৃষ্টিকোণ থেকেই এগিয়ে আসা। তিনি ”মানবতার তরে আমরা ফাউন্ডেশনের সকল সদস্য এবং যারা এ কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।
এছাড়াও, তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। তাদের এই কর্মযজ্ঞের সাথে যেকোন কেউ সহযোগিতা করতে পারবে।
সহায়তা পাঠানোর মাধ্যম।
01672900631 (বিকাশ পেমেন্ট)
01850209664 (বিকাশ নগদ রকেট উপায় পার্সোনাল)
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply