খবর বরিশাল ডেস্কঃ বরিশালে স্বামীর মর্মান্তিক নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ৩০ সেপ্টেম্বর (শুক্রবার ) বিকেলে কীর্তনখোলা নদী সংলগ্ন চরকাউয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত নাসিমা বেগম গত কয়েক বছর পূর্বে আবুল কালাম আজাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার ১ম স্বামীর ঘরে তিনটি ছেলে রয়েছে। ২য় বিয়ের পরে নাসিমা আবুল কালাম আজাদের সাথে চরকাউয়া এলাকায় বসবাস করে আসছেন।
শুক্রবার বিকেলে ২য় স্বামী আবুল কালাম আজাদের মর্মান্তিক নির্যাতনে মৃত্যু হয়েছে বলে। পরে ১ম পক্ষের স্বামী ও সন্তানরা নাসিমার মরদেহ উদ্ধা করে নগরীর ১০নং ওয়ার্ড বরফকল এলাকায় নিয়ে আসেন।
শুক্রবার সন্ধ্যায় জমিসহ বিভিন্ন বিষয়ে ১ম পক্ষের ছেলেদের নিয়ে সমঝোতা বৈঠকের কথা ছিলো জানিয়েছে ১ম পক্ষের ছেলে মিঠু বলেন, আমার মাকে আবুল কালাম আজাদ হত্যা করেছেন। মা ২য় বিয়ের সময় সোনাগয়না সহ অনেক কিছু নিয়েছিলেন। জমি সহ এসব বিষয় নিয়ে আজ বসার কথা ছিলো।
অন্যদিকে আবুল কালাম আজাদের নির্যাতনেই নাসিমা বেগমের মৃত্যু হয়ে বলে দাবী করেছেন স্থানীয়রা।তবে নির্যাতনের অভিযোগ অস্বিকার করে আবুল কালাম আজাদ দাবী করেছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে নাসিমার মৃত্যু হয়েছে।
এ ঘটনার পরে রাতে বরফকল এলাকা থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন পুলিশ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply