নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর কাটপট্টি রোডের বাসিন্দা ব্ল্যাকমেইলিং-চুরি সহ একাধিক মামলার আসামী এবং জেলখাটা দাগি অপরাধী সেই সোনিয়া আক্তার বিথী (৩২) ও তার প্রধান সহযোগী ২নং কাশিপুর ইউনিয়নের কলসগ্রামের বাসিন্দা মেহেদী হাসান রুবেল (৩৫) এর বিরুদ্ধে পৃথক পৃথকভাবে বরিশাল বিমানবন্দর থানায় ২টি সাধারন ডায়েরি করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগী মোসা: নিগার সুলতানা ও মোঃ মোস্তাফিজুর রহমান খান তাদের বিরুদ্ধে এই জিডি করেন। মোসা: নিগার সুলতানার সাধারন ডায়েরি নং-৭৪ ও মোঃ মোস্তাফিজুর রহমানের করা জিডি নং-৮০।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানায় অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন। নগরীর ২৯নং ওয়ার্ডের ফিরোজা মঞ্জিলের বাসিন্দা ভুক্তভোগী নিগার সুলতানা(৪২) তার জিডিতে উল্লেখ করেন আমি থানায় হাজির হইয়া লিখিতভাবে জানাইতেছি যে, বিবাদী ১। রেজাউল করিম রাজীব (৪৫), ২। সোনিয়া আক্তার বিথী (৩২), পিতা-মৃত মোহাম্মদ হোসেন সিকদার, উভয় সাং-সারসী, ২নং কাশিপুর ইউপি, খানা-এয়ারপোর্ট, জেলা-বরিশাল এর বিরুদ্ধে এই মর্মে সাধারন ডায়রীর আবেদন করিতেছি যে, ১নং ও ২নং বিবাদী আমার আপন বড় ভাই ও ছোট বোন। আমার বাবা কাশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। আমার বাবা ৭ বছর পূর্বে মৃত্যুবরন করেন। আমার বাবার মৃত্যু পরে তার রেখে যাওয়া সম্পত্তি ১নং বিবাদীর নিকট চাইতে গেলে বিবাদী জানায় আমি বাবার কোন সম্পত্তি পাব না।
২নং বিবাদী আমার ছোট বোন ডিভোর্সপ্রাপ্ত তার একটি ছেলে সন্তান আছে। ২নং বিবাদী ১নং বিবাদীর ছত্র ছায়ায় আমার সাথে প্রায় সময় খারাপ আচরন করে। উক্ত ঘটনার জের ধরে ইং ৩০/০৮/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩: ০০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজার সংলগ্ন দারসুল কোরআন মাদ্রাসার হুজুরের কাছে ২নং বিবাদীর মামলা সম্পর্কে অলোচনা করার জন্য অফিস কক্ষে গেলে সেই সংবাদ পাইয়া ২নং বিবাদী (সোনিয়া আক্তার বিথী) আমার ছোটবোন উক্তস্থানে উপস্থিত হয়ে আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে ২নং বিবাদী আমাকে তার পায়ের জুতা দিয়ে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফুলা জখম করে। ১নং বিবাদী রেজাউল করিম রাজীব আমার স্বামী মোঃ সফিকুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১১-৩…৩৫ তে ১নং বিবাদীর ব্যবহৃত নম্বর ০১৭১১-০…৬৬ নম্বর দিয়ে ফোন করে আমার ছেলেকে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদান করে। আমার পাওনা জমি ১নং বিবাদীর নিকট চাইলে ১নং বিবাদী উক্ত জমিজমা বুঝ না দিয়ে আমাকে ও স্বামী এবং তিন সন্তানকে খুন জখম করার হুমকি ও ভয়ভীতি প্রদান করে। অপরদিকে নগরীর ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া কলেজ রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান খান তার জিডিতে উল্লেখ করেন আমি থানায় হাজির হইয়া লিখিতভাবে জানাইতেছি যে, বিবাদী ১। মেহেদী হাসান রুবেল (৩৫), পিতা-মৃত আবুল খায়ের, সাং-কলসগ্রাম, ২নং কাশিপুর ইউপি, থানা-এয়ারপোর্ট, জেলা বরিশালসহ অজ্ঞাতনামা ২/৩ জন এর বিরুদ্ধে এর মর্মে সাধারন ডায়রীর আবেদন করিতেছি যে, আমার ছেলে আবিদুর রহমান আজিজ (১০), দারসুল কুরমান একাডেমিতে হেফজ বিভাগে অধ্যায়নরত। ঘটনার দিন ইং ৩০/০৮/২০২৪ তারিখ শুক্রবার বেলা অনুমান ৩ ঘটিকার সময় আমার খালাতো ভাই আব্দুস ছালাম (৩৫) ফোন কলের মাধ্যমে জানায় উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হাফেজ মুবিনুল ইসলামকে কারা মারধর করতেছে আপনি মাদ্রাসায় আসেন। আমি মাদ্রাসায় উপস্থিত হয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। ১নং বিবাদী আমাকে মাদ্রাসার মধ্যে প্রবেশ করতে বাঁধা প্রদান করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আমি প্রতিবাদ করলে ১নং বিবাদী আমাকে এলোপাথারী কিলঘুসি মারে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে। এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় পূত্রের ও নিজের নিরাপত্তা দাবী করে বিমানবন্দর থানায় ডায়েরি করেন ভুক্তভোগী মোঃ মোস্তাফিজুর রহমান খান। উল্লেখ, মোসা: নিগার সুলতানার জিডিতে অভিযুক্ত সোনিয়া আক্তার বিথী (৩২) একজন ব্ল্যাকমেইলার। তার নামে ২০২২ সালের ১৭ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় ধারা-৮(১)/৮(২)/৮(৩)/৮(৫)(খ)/৭ ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন; তৎসহ ৩৮৫/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ২৪/২৫/২৯/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ধারায় একটি মামলা দায়ের করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর লিগ্যাল এ্যাডভাইজার এ্যাডভোকেট মুন্সি আঃ রহমান (৭৩)। মামলা নং-৫৬/২২। ঐ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি সাইবার) এর এসআই মোঃ ছানোয়ার হোসেন বিথিকে নগরীর কাঠপট্টি রোডস্থ তার নিজস্ব বাসভবন রাজিব ম্যানশন থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। ঐ ঘটনায় বিথি দীর্ঘ মাস জেল খেটেছেন।
কিছুদিন পূর্বে বিথি এক যুবকের নামে এয়ারপোর্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি থানায় এসআই মোঃ ছগির হোসেন তদন্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করলে খারিজ হয়ে যায়। এছাড়া সোনিয়া আক্তার বিথি ও তার প্রধান সহযোগী মেহেদী হাসান রুবেলের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১৪৩/ ৩২৩/ ৩৭৯/ ৩৮০/ ৩৮৬/ ৫০৬(২) ধারায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-৪৫৭/২৪। চলতি বছরের ২৭ জানুয়ারি দঃ বিঃ আইনের ১৪৩/৩২৩/৩৭৯/৩৮০/৫০৬(২)/৪০৬/৪২০ তৎসহ ফৌঃ কাঃ বিঃ আইনের ৯৮ ধারায় বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিথি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং-১০০/২৪।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply