সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৯

শিরোনাম :
৩০ বাস জিম্মায় নিয়ে ক্যাম্পাসে ফিরলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হালিমা খাতুন স্কুলের বহিস্কৃত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষন চেষ্টা মামলা নার্সিং ব্যবসার আড়ালে নানা অনিয়মের জন্ম দিয়েছে আ’ লীগের ক্ষমতা দেখানো জহির বাকেরগঞ্জে চেতনা নাশক ঔষধ খাইয়ে শতাধিক বাড়ি ঘরে চুরি বরিশাল বোর্ডে ২৪ হাজার এইচএসসি পরীক্ষার্থীর খাতা চ্যালেঞ্জ সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা তানভীর নিহত এখনও অধরা বরিশালে ছাত্র-জনতার আন্দোলন নস্যাতে আসা অস্ত্রধারীরা বরিশা‌লে ৩শ’ কেজি প‌লি‌থিন জব্দ বরিশালে ভুয়া সাংবাদিকসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক বাকেরগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

ঢাকায় গ্রেপ্তার বরিশালের সাবেক এমপি জাহিদ ফারুক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশালে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে আসামি করার তথ্য দিয়েছে র‌্যাব। সরকার পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের অভিযানে এবার আটক হলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব।

 

পুলিশের বিশেষ এ ইউনিটের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় বলা হয়, সাবেক এই সংসদ সদস্যকে বরিশালে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরেদৌস বলেন, গ্রেপ্তারের পর সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ডিবি কার‌্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল- ৫ আসন টানা দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

 

 

গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, রেলমন্ত্রী নূরল ইসলাম সুজন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গ্রেপ্তার হয়েছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

 

 

সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ ৪০ জনের মত এখন কারাগারে। এবার গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক যিনি অবসরের পর আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন ২০০৪ সালে। দলের হয়ে নৌকা প্রতীকে প্রথম সংসদ নির্বাচন করেন ২০০৮ সালে। নবম জাতীয় সংসদের সেই নির্বাচনে তিনি হেরে যান। তিনি প্রথম সংসদে আসেন ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে। পরের দফায় ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিসম্পদ প্রতিমন্ত্রী করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net