খবর বরিশাল ডেস্ক : আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী। সোমবার (০৭ অক্টোবর) তিনি বরিশাল মহানগর সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, সাগরদী বাজার এবং ঝালকাঠির ঈশ্বরকাঠি সিকদার বাড়ী শ্রী শ্রী দূর্গা মন্দির, নলছিটি এবং শ্রী শ্রী মদনমোহন ঠাকুর (বিগ্রহ), আখড়া মন্দির ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। মণ্ডপে সিসি ক্যামেরা, জেনারেটর এবং শক্তিশালী স্বেচ্ছাসেবক দল রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে মত প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়নের অধিনায়ক সদন চাকমা, পটুয়াখালী ও বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, ঝালকাঠির জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।
আসাদুজ্জামান গনী বলেন, “আমরা পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা মণ্ডপে দায়িত্ব পালন করবেন।” তিনি জানান, সারাদেশে ৩২,৬৬৬টি মণ্ডপের নিরাপত্তায় ২,১২,১৯২ সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply