সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:১৮

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

‘এবার থেকে ডিজিটাল বিপিএল’

dynamic-sidebar

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে এসে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লাগতে শুরু করেছে। ভেন্যুগুলোতে বসছে ডিজিটাল এলইডি পেরিমিটার বোর্ড। তাই এবার থেকেই বিপিএল ডিজিটাল যুগে প্রবেশ করছেন বলে মনে করেন বিপিএলকে ডিজিটালাইজড করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এম করিম।

ডিজিটাল এলইডি পেরিমিটার বোর্ড উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর একটি আভিজাত হোটেলে ‘Bpl Goes Digital & Meet The Partners’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে পুরো বিষয়টি নিয়ে জাগো নিউজের সাথে একান্তে কথা বলেন কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এম করিম।

দেশের সকল ক্রীড়া ফেডারেশনকেই ডিজাটল করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান ফাহাদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘দেখুন আমরা আগে বিদেশ থেকে ভাড়ায় আনতাম এই বোর্ড, যা ছিল খুবই ব্যায়বহুল। তাই ভাবলাম আমরা নিজেরাই কিনে নিয়ে আসি। ফলে শুধু ক্রিকেটই না, কম খরচে অন্যান্য ফেডারেশনগুলোও এই বোর্ড ব্যবহার করে ডিজিটাল হতে পারবে। এতে খরচও অনেক কম পড়বে।’

 

ডিজিটাল পেরিমিটার বোর্ডের পুরো একটা সেট নিয়ে আসা হয়েছে, যা দিয়ে বিপিএলের তিনটি ভেন্যুতেই কাজ করা হবে বলেও জানান তিনি। ফাহাদ বলেন, ‘দেখুন, এ ধরনের ডিজিটাল বোর্ড সাধারণত আইপিএলে ব্যবহার করা হয়। আমরা কথা দিয়েছিলাম, এবারের বিপিএলকে ডিজিটাল করবো। তাই এই উদ্যোগ। ইতোমধ্যে সিলেটে বসানো হয়েছ এই বোর্ড। অন্য দুই ভেন্যুতেও খেলার আগে বোর্ড এনে বসানো হবে।’

এ ধরনের বোর্ড চালানো ও রক্ষানাবেক্ষণ বেশ ব্যায়বহুল বলেও জানান ফাহাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বোর্ড নির্দিষ্ট তাপমাত্রায় সঠিকভাবে রক্ষাণাবেক্ষণ করতে হয়। রক্ষাণাবেক্ষণের জন্য আমাদের সারাবছর ৪০ জন লোক রাখা লাগবে। আমরা চীন থেকে ট্যাকনিশিয়ান এনেছি, যারা বিপিএলে এটা চালাবে এবং আমাদের ছেলেদের জিনিসগুলো শেখাবে। এর মধ্যে আমাদের ছেলেরা শিখতে না পারলে, বিপিএলের পর তাদের ভালভাবে শেখার জন্য চীনে পাঠানো হবে।’

চীন থেকে আনা হয়েছে এই ডিজিটাল বোর্ড। তবে এর দাম বলতে অপারগতা প্রকাশ করেন কে স্পোর্টসের সিইও। তিনি বলেন, ‘বোর্ডগুলো আমরা সরাসরি চীন থেকে কিনে এনেছি; কিন্তু দামটা আমি বলতে পারছি না। তবে এই বোর্ড ভারত থেকে ভাড়ায় আনতে গেলে প্রায় আড়াই কোটি টাকার মত খরচ পড়ে যায়।’

এ সময় জাগো নিউজের সাথে কথা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুসের সাথে। তিনি জানান, ‘সামনেরবার থেকে আরও ডিজিটাল করা হবে বিপিএল। ডিআরএস সিস্টেম থেকে শুরু করে এলইডি উইকেটও আনা হবে।’

এরপর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিজিটাল বোর্ডের উদ্বোধন করা হয় এবং র্যাম্পের মাধ্যমে বিপিএলের সকল স্পন্সরের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net