বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৫৭

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল জেলা ব্রান্ডিং নির্বাচিত লোগো নিদিষ্ট কারন ছাড়াই বাতিল!

বরিশাল জেলা ব্রান্ডিং নির্বাচিত লোগো নিদিষ্ট কারন ছাড়াই বাতিল!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ খান, নদী, খাল, এই তিনে বরিশাল। এমনটাই চিন্তা করে সাবেক ডিসি গাজী সাইফুজ্জামান বরিশালকে বরিশালের লোগোর মধ্যে তুলে ধরতে  ব্যাপক প্রচারনা প্রতিযোগিতা ও ভোটিং এর মাধ্যমে ১৩ জুলাই নির্বাচিত বরিশাল জেলা ব্রান্ডিং এর লোগো সিলেক্ট করেন বরিশালে সদ্য বিদায়ি জেলা প্রশাসন গাজী সাইফুজ্জাম, প্রায় ৯০টি লোগোর মাঝে ১১ সদস্য বিশিষ্ট মূল্যায়ন কমিটি সিলেকশন এ ১ম স্থান পায় ইঞ্জিনিয়ার জিহাদ রানার ৬ টি লোগোর মাঝে ১ টি লোগোটি, পরবর্তি জেলা প্রশাসক এ পরিবর্তন আশা ফলে কোন এক অদৃষ্ট কারনে সেই লোগোটি জেলা প্রশাসন থেকে অঘোষিত ও নিদিষ্ট কারন ছাড়া বাতিল করে সেখানে অন্য লোগো পাঠানো হয়, প্রধানমত্রীর কার্যলয় যা সম্পূর্ণ রুপে বিজয়ী প্রাথীর অগোচর এ নিয়ে উক্ত লোগো ডিজাইনার বর্তমান অবস্থান জানতে বরিশাল জেলা প্রশাসনএ এডিসি (জেনারেল) জাকির হোসেন এর সাথে ম্যাসেজ এ যোগাযোগ করতে তিনি এটি A2i থেকে বাতিল করা হয়েছে বলে জানান, এবং তারা বিজয়ী ডিজাইনার কে না অবহিত করে নতুন ভাবে লোগো তৌরি করে পাঠান কিন্তু উক্ত বিষয়ে এটু আই কর্মকর্তা (সহকারি কমিশনার) জনাব রাসেদুল ইসলাম তানজির, এর এক কমেন্ট এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে উক্ত বিষয়ে A2i শুধু পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করতে পারে তবে সিলেকশন ও চুড়ান্ত করন জেলা প্রশাসন থেকে। নির্বাচিত লোগোটি বেশ সামাজিক গনমাধ্যমে অনেক সারা পেয়েছে। লোগোটি নির্বাচিত হওয়ার আগেই বিভিন্ন ফেসবুক ব্যবহার কারীদের প্রফাইলে এবং বিভিন্ন নামে বেনামে বরিশালকে নিয়ে স্টাটাস দিতেও দেখা গেছে। কিন্তু কোন ষড়যন্ত্রের বেরাজালে হঠাৎ করে নির্বাচিত লোগোটি বাতিল হল। এনিয়ে নেটিদুনিয়ায় ব্যবপক সমালোচনার ঝড় বয়ে গেছে। কেউ কেউ বলে নির্বাচিত লোগোটি ছিল মানসম্মত বরিশালের ধান, নদী, খাল, সুপারিসহ আরো বেশিকিছু বরিশালের ঐতিহ্য ধরে রাখতে লোগোটির মধ্যে সবকিছুই ছিল। কিন্তু কোন কারন ছাড়া চুপে চাপে লোগোটি বাতিল করা একটা বেআইনী বলেও মন্তব্য করেন অনেকে।নির্বাচিত লোগোটির চুরান্ত ফলাফল ঘোষনা করেন ডিসি সাইফুজ্জামান এ বিষয় বরিশাল জেলা প্রশাসন এর অন্য এক কর্মকর্তা সহকারী কমিশনার জনাব নাহিদ করিম এর সাথে ম্যাসেজ আলাপনে নিশ্চিত হওয়া যায় উক্ত লোগোতে কন্টেন্ট বেশি থাকায় A2i থেকে সংশোধন এর আহব্বান করেন, তবে ডিজাইনার সিলেকশন এ কোন নিষেধাজ্ঞা ছিল না। লোগো সিলেক্ট হবার পরে একটি মহলের সুদৃষ্ট আক্ষেপ ও বিরোধিতা লক্ষ করা গিয়েছিল হয়তো সে ক্ষমতা বলে ডিজাইনার কে বাতিলের ব্যাবস্থা করা হয়েছিল বলে বিশেষ প্রামান ও স্কিন শট রয়েছে বলে জানা যায়, যা থেকে হয়তো বেড়িয়ে আসতে পারে এই পরিবর্ত এর পিছনে কারন গুলো। উক্ত বিষয়ে, ডিজাইনার এর সাথে আলোচনা কালে তিনি বলেন যেহেতু এটা আমার ডিজাইন এর সিলেকশন এর পরে আমি বিদায়ী জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সকলের চাহিদা মোতাবেক সংশোধন ও পরিবর্ত এ সক্ষম বলে জানিয়েছি তবে কেন আমাকে না জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহন! এ বিষয় তিনি ন্যায্য অধিকার দাবি করেন.এব্যারে জানতে পেরে ইঞ্জিনিয়ার জিহাদ রানা এডিসি (সার্বিক) জাকির হোসে ‘র কাছে মেসেঞ্জারে প্রশ্ন করলে সে বলে এটি A2i থেকে বাতিল করা হয়েছে,  নতুন সংশোধিত লোগো পাঠানো হয়েছে পরে জিহাদ রানা আবারও প্রশ্ন করল স্যার আমাকে বললে আপনাদের চাহিদা অনুশারে যেকোন লোগো আমি তৌরি করতে সক্ষম হতাম এমন প্রশ্নের উত্তর এডিসি (সার্বিক জাকির হোসেন) আর কোন রিপ্লাই দেইনি।এ বিষয় ঢাকা হাইকোর্ট এ জিহাদ রানার পক্ষে এডভোকেট জনাব আল-আমিন বলেন, যেহেতু আমার মক্কেল তার ন্যায্য অধিকার থেকে কেন বঞ্চিত এবং কেন তাকে ডাকা হল না বিষয়ে আমরা প্রয়োজন এ সর্বচ্চ আদালত এ বিচার যাবো এবং যদি উক্ত বিষয় গাফিলতি বা ব্যাক্তি স্বর্থ কারো সংশ্লিষ্টতা থাকে সেটা আমরা বিচারক এর কাছে তুলে ধরবো। উল্লেখিত আছে যে এবারের জেলা ব্রান্ডিং এ লোগো হিসাবে প্রতিটি জেলা তাদের নিজেস্ব ও স্থানিয় জি আই পন্য কে প্রাধান্য দিয়ে জেলা ব্রান্ডিং করবে, তার প্রেক্ষিতে প্রতিযোগিতায় লোগো উপস্থাপিত হয়, কিন্তু বর্তমানে যে লোগোটি পাঠানো হয় তাতে জেলার কোন জি আই পন্য কে উপ্স্থাপন ও করা হয়নি।(উল্লেখ্য এ নির্বাচিত লোগোটির নির্বাচিত ঘোষনার খবর সারাদেশের বিভিন্ন প্রেন্ট ও অনলাইন মিডিয়ায়ও প্রকাশ হয়েছে)। কিন্তু এমন নিরিবিল ভাবে নির্বাচিত লোগোর কর্তৃপক্ষকে না জানিয়ে A2i দপ্তরে পুনরায় লোগো পাঠানোর কোন রহস্য পাচ্ছেনা। লোগোটির বাতিলের বিষয়ে জিহাদ রানা আরো বলেন আমারা মনে হচ্ছে এখানে অফিসারদের দ্বারা কোন দূর্নিতির হাতে পরেছে যার জন্য নির্বাচিত লোগোটি এখন বাতিল হয়েছে।সূত্র আজকের বার্তা

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net