বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:২১

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা প্রদান

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা প্রদান

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি:  বরিশালের বাবুগঞ্জে ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান বলেন, ‘বিভাগীয় শহর বরিশালের সব থেকে কাছের উপজেলা বাবুগঞ্জ। বাবুগঞ্জ বাজার উপজেলার অতিহ্য বহন করে। বাজার উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আজ বাজারে এক প্রান্তে অগ্নিকান্ডের ঘটনা ঘটায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।  যতটুকু দেখলাম বাজারের ভিতরে দিকে আগুন লাগলে ক্ষয়ক্ষতির পরিমান আরো দ্বিগুন হতে পারতো। বাজারের রাস্তা চওরা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে। আপনারা পরিকল্পনা করলে আমরা বাস্তবায়নে সহায়তা করবো।

যারা অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আবার ঘুরে দারাবার চেষ্টা করতে হবে’।

বরিশালের বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল জেলা প্রশাসন।

গতকাল  সোমবার দুপুর ২ টায় বাবুগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুব্রত বিশ্বাস দাস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোসাঃ আসমা আক্তার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সরোয়ার ফকির, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক মোঃ জামাল, বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মোঃ ফখরুল আলম খান, সদস্য সচিব পরিতোষ চন্দ্র পাল, সদস্য মোঃ শেখ নজরুল ইসলাম মাহবুব, অপু চন্দ্র দাস, মাস্টার মোঃ কাজেম আলী মৃধা প্রমূখ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net