বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন-২০২২ উপলক্ষ্যে ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা। নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ অক্টোবর (বুধবার) বিকাল ৫টা থেকে শুরু হয় মনোনয়ন পত্র বিক্রয় কার্যক্রম ৭ অক্টোবর (শুক্রবার) বিকাল পর্যন্ত দুই পদের বিপরীতে ৪টি মনোনয়নপত্র ক্রয় করেন আগ্রহী প্রার্থীগণ। এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ শাহাজাহান খান। জানাযায়, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র ও ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রির প্রথম ও শেষদিনে ২টি পদের জন্য ৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সভাপতি পদে ২টি, সাধারন সম্পাদক পদে ২টি করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। মোঃ শাহাজাহান খান জানান, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৪ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২৩ জন। আশা করছি, সকল সদস্য স্বতস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন পরিচালনা করবেন সাংবাদিক ল মোঃ শাহজাহান খান, সাইফুল রহিম ও আব্দুল্লাহ আল মামুন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply