রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪১

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে বাবুগঞ্জে পারভেজ মৃধার জয়

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে বাবুগঞ্জে পারভেজ মৃধার জয়

dynamic-sidebar

মোঃ আল আমিন, বাবুগঞ্জ ঃ বরিশাল জেলা পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ ৩ নং ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  ও সাবেক জেলা পরিষদ সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা তালা প্রতিকে ৪৬ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্না সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আকন হাতী প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ ভোট। নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিদের মোট ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সোমবার সকাল ৯ থেকে বিপুল ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহন শুরু হয়।
দুপুরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে গণনা শেষে মাইনুল হোসেন পারভেজ মৃধাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা,উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) সুব্রত বিশ্বাস দাস,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ থানার ওসি  মো. মাহাবুবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয়ী ঘোষণা পর প্রার্থী সমার্থকরা জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। মিছিল শেষ উপজেলা আওয়ামী লীগের কার্যলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ আক্তার উজ্জামান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল চিশতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, জাহাঙ্গীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান খান হিমু প্রমুখ।
নির্বাচন শুরু হলে সকাল থেকেই জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম পিপিএ,এডিসি জেনারেল সোহেল মারুফ,এডিশনাল এসপি মো.শাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা,উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) সুব্রত বিশ্বাস দাস,ওসি বাবুগঞ্জ মো. মাহাবুবুর রহমান,এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ভোটকেন্দ্রে পরিদর্শন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net