বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক।
তারা তাদের কর্মস্থলের ছোট-বড় সকল সমস্যা জানেন। উপজেলা এগিয়ে নিতে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করেন। আশা করি এখানকার সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সকল কাজে নিজ দায়িত্বে অংশগ্রহণ করে সহযোগীতা করবেন।
সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলার সকল সমস্যা সমাধানের কাজ করবে প্রশাসন। তিনি এসময় সাংবাদিকদের তথ্য প্রকাশের পূর্বে যাচাই-বাছাই (ভেরিফাইড ) করে নেওয়ার আহবান জানান’।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এর সাথে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সহ সভাপতি আক্তার হোসেন খোকা, সাইফুল রহিম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আক্তার হোসেন, আল আমিন, সাংবাদিক রোকন মিয়া, সাংবাদিক রুবেল সরদার, কাওসার আহমেদ মুন্না, শাহিন মাহমুদ, সাদাত সিকদার, মহিউদ্দিন খান রানা প্রমুখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply