বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, সাবেক দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা প্রমুখ।
এ আগে জাতীয় চার নেতাসহ সকল শহীদরে স্মরণে নীরবতা পালন করে নোকর্মীরা।
বক্তরা বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বইতিহাসে আর কোথাও ঘটেনি। জেলখানায় বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply