বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল কোতয়ালী মডেল থানা শতাধিক বছরের পুকুরটি ব্যাবহারে অনপুযোগী – দূভোর্গ

বরিশাল কোতয়ালী মডেল থানা শতাধিক বছরের পুকুরটি ব্যাবহারে অনপুযোগী – দূভোর্গ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বরিশাল নগরীর কাঠপট্রি মডেল কোতয়ালী থানার শতাধিক বছরের পুকুরটি ময়লা আবর্জনা ও কচুরীপনায় ভরে যাওয়ার কারনে ব্যাবহারে অনপুযোগী হয়ে পড়ায় এলাকাবাশী সহ সংক্ষালঘুদের চরম দর্ভোগ পোহাতে হচ্ছে। পুকুরটি পরিবেশ এতই নোংরা হয়ে যাওয়ার কারনে এলাকার জন সাধারন ব্যাবহার করতে পারছেনা সে সাথে উক্ত এলাকায় দেখা দিয়েছে চর্ম ও পানিবাহিত রোগ। পুকুরটি রক্ষা করা সহ ব্যাবহার করার দাবীতে এলাকাবাশীর স্বাক্ষরিত স্বরকলিপি সিটি মেয়র আহসান হাবীব কামালের নিকট দেয়া হয়েছে। সোমবার দুপুরে কাঠপট্রি এলাকাবাশীর পক্ষ থেকে শাহ আলম, হিরেন সিকদার সহ ২৫/৩০জনের একটি দল নগর ভবনে গিয়ে মেয়রের নিকট স্বরকলিপি প্রদান করে। এর পূর্বে এর একটি কপি স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রসিদের কাছে দেয়া হলে তিনি জরুরী ভাবে পরিস্কার করার জন্য মেয়রের প্রতি সুপারিশ করেন। এলাকাবাশী ও স্থানীয় ব্যাবসায়ীরা জানান নগরীর কাটপট্রি এলাকার ৮ ও ৯নং দুটি ওয়ার্ডের মহিলা-পুরুষ সহ কয়কশত সংক্ষালঘু পরিবার বছরের পর বছর ধরে পূজা থেকে শুরু করে সাংশারিক কাজে পুকুরের পানি ব্যাবহার করে আসছিল পুকুরটির পরিবেশ ছিল মুক্ত। বেশ কয়েক বছর ধরে পুকুরটি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে কোতয়ালী মডেল থানার হেফাজতে চলে যাওয়ার কারনে শত বছরের পুকুরটি অভিভাবকহীন হয়ে পড়েছে। বর্তমানে পুকুরটিতে কচুরীপানায় ভরে গেছে সে সাথে পুকুরের চারপাশে ময়লা আবর্জনা ফালাবার কারনে চারদিকে দূরগন্দে পরিবেশ নষ্ঠ হচ্ছে সেই সাথে ঝোপ জংগলের কারনে সাপ ও মশার উপদ্রব বেড়ে গেছে। ইতিপূর্বে স্থানীয় সংক্ষালঘু পরিবারগুলো তাদের বিভিন্ন পুজার কাজের জন্য ব্যাবহার করতেন এখন পুকুরের যা অবস্থা সৃষ্ঠি হয়েছে ব্যাবহার করাতো দুরের কথা পুকুরের দিকে ফিরেও তাকায় না। এলাকা বাশীর দাবী অভিলম্বে পুকুরটি পরিস্কার-পরিচ্ছন্নতা করে এলাকাবাশীকে একটি সুন্দর মুক্ত পরিবেশ ফিরিয়ে দেয়ার জন্য সিটি মেয়র আহসান হাবীব কামালের নিকট দাবী জানান। পাশাপাশি শত বছরের পুকুরটি থেকে সিটি কর্পোরেশন বছরে লক্ষাধিক টাকা রাজস্ব আদায়ের পথ সৃষ্ঠি হবে বলে স্থানীয় এলাকাবাশী মনে করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net