মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:২২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে হবে- বরিশাল রেঞ্জ ডিআইজি

পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে হবে- বরিশাল রেঞ্জ ডিআইজি

dynamic-sidebar

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম বলেছেন, বরিশাল বিভাগের ৬ জেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থার ‍উন্নতি ঘটানোর লক্ষে নানাবিধ উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যঃক্রম চালু করা হয়েছে। জেলা জুড়ে শতাধিক অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ ও পরামর্শ নির্ধিদায় দিতে পারবে। ফলাফল ভালো হলে এসব কার্যঃক্রমের মধ্যদিয়ে পুলিশ ও জনগনের দূরত্ব আরো কমে আসবে। সোমবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ইন-সার্ভিস সেন্টারে স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিআইজি। তিনি আরো বলেন, নানাবিধ উদ্যোগের মধ্যে মাদকমুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে পুলিশের মাদক বিরোধী কার্যকক্রম আরো শক্তিশালী করা হয়েছে। আইনের ভেতর থেকে মাদকাসক্ত ও ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। ডিআইজি আরো বলেন, বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্থানীয় সংবাদপত্রের অগ্রনী ভূমিকা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের কার্যক্রম গুলো সংবাদপত্র গুলোতে তুলে ধরলে পুলিশের সাথে সাধারন জনগনের দূরত্ব থাকবে না। অপরাধীরা ভয় পাক কিন্তু জনগন যেন পুলিশকে ভয় না পায়, তারা যেন সব কাজেই পুলিশকে বন্ধু হিসেবে মনে করে। বরিশাল রেঞ্জের অতিরক্ত ডিআইজি মো. আকরাম হোসেন’র সংঞ্চলনায় মতবিমিনয় সভায় বক্তব্য রাখেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম, আরআরএফ’র পুলিশ সুপার হারুন উর রশীদ, জিআইজি অফিসের পুলিশ সুপার হাবিবুর রহমান, পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমানসহ ৬ জেলার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সভাপতি এ্যাড. এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ স্থানীয় ৩০ টি পত্রিকার প্রকাশক ও সম্পাদকরা।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net