মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৫৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল পৌছালেন সাংবাদিক বান্ধব তথ্যমন্ত্রী ইনু

বরিশাল পৌছালেন সাংবাদিক বান্ধব তথ্যমন্ত্রী ইনু

dynamic-sidebar

বরিশাল অফিসঃ


তিনি একজন রাজনীতিবিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক। ষাটের দশকের একজন তুখোড় খেলোয়াড়ও ছিলেন তিনি। দেশ বরেণ্য এই ব্যক্তিত্ব হলেন আমাদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাংবাদিক বান্ধব মন্ত্রী ইনু গণমাধ্যমের বিকাশে বিস্ময়কর ভূমিকা রেখে যাচ্ছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত করতেও ছুটছেন মন্ত্রী ইনু। এরই ধারাবাহিকতায় আজ শনিবার বরিশালে পৌঁছাছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বিকাল ৩টায় নগরীর অশি^নী কুমার হল চত্বরে জেলা ও মহানগর জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসাবে থাকবেন জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অ্যাড. হাবিবুর রহমান শওকত ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর জাসদ সভাপতি মো. মজিবুল হক। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র শুভাকাংখীরা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা তথ্য নানাভাবে বর্ণনা করেছেন ঃ- ১৯৪৬ সালের ১২ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাঁর পিতা মরহুম এইচ এম, কামরুল হক ছিলেন কর্ণফুলী পেপার মিলস্ লি: এর জেনারেল ম্যানেজার। মন্ত্রীর সহধর্মিণী আফরোজা হক রীনা একজন নারী সংগঠক। তিনি জাতীয় নারী জোট (জাসদের সহযোগী নারী সংগঠন) এর সভাপতি এবং পেশাজীবী নারীসমাজ এর সাধারণ সম্পাদক হিসেবে নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর একমাত্র সন্তান প্রকৌশলী শমিত আশফাকুল হক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। শিক্ষাজীবনে মন্ত্রী ইনু রাঙামাটির চন্দ্রঘোনার কর্ণফুলি পেপার মিলস্ হাইস্কুল থেকে মাধ্যমিক, ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি-ইন-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

রাঙামাটির চন্দ্রঘোনা থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র ছাত্র রাজনীতির হাতেখড়ি। তিনি ১৯৬৯ সালে ছাত্রলীগ বুয়েট শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ১৯৭০ সালের ১৪ ফেব্রুয়ারি শহীদ সার্জেন্ট জহুর স্মরণে গঠিত ছাত্রলীগের সার্জেন্ট জহুর বাহিনীর সামরিক কায়দায় মার্চ পাস্টে নেতৃত্ব প্রদান করেন। একইভাবে ১৯৭০ সালের ৭ জুন ছাত্রলীগের জয়বাংলা বাহিনীর সামরিক কায়দায় মার্চ পাস্টে নেতৃত্ব প্রদান, ১৯৭১ সালের ২৩ মার্চ পল্টনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের দায়িত্ব পালন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ভারতের তান্দুয়াতে স্থাপিত বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট-বি এল এফ (মুজিব বাহিনী) এর গেরিলা প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্প প্রধান ও প্রশিক্ষক এর দায়িত্ব পালন এবং প্রায় ১০,০০০ মুক্তিযোদ্ধাকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ প্রদান করেন তিনি। জাতীয় রাজনীতিতে মন্ত্রী হাসানুল হক ইনু ১৯৭২ সালের মে মাসে জাতীয় কৃষকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে বঙ্গবন্ধু কর্তৃক দায়িত্ব পান। এছাড়া ১৯৭২ সালের ৩১ অক্টোবর গঠিত দেশের প্রথম বিরোধী দল জাসদ’র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ভূমিকা পালন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে গণবাহিনীর উপ-প্রধান ও কর্নেল তাহেরের সহকারী হিসেবে ভূমিকা পালন, ১৯৮৩ সালে সামরিক স্বৈরাচারী এরশাদ বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলেন। এছাড়া ৯০ এর গণঅভ্যুত্থান সংগঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। মন্ত্রী ইনু ১৯৮৬ সালে জাসদ’র সাধারণ সম্পাদক ও ২০০২ সালের ৩১ অক্টোবর জাসদ’র সভাপতি নির্বাচিত হন। এরপর ২০০৫ সালের ৩১ মে দ্বিতীয়বার ও ২০১০ সালের ৮ জানুয়ারি তৃতীয় বারের জন্য জাসদ’র সভাপতি নির্বাচিত হন। তিনি ২০০১ সাল থেকে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের দু:শাসন ও সাম্প্রদায়িক-জঙ্গিবাদী-মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা তথা ১৪ দলীয় মহাজোট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনীতি করতে গিয়ে মন্ত্রী হাসানুল হক ইনু ১৯৭৫ সালের ২৩ নভেম্বর গ্রেপ্তার হন। এসময় বেশ কিছুদিন কারাবরণ করেন তিনি। ১৯৭৬ এ গোপন সামরিক আদালতে কর্নেল তাহেরের ফাঁসির মামলায় ১২ বছর কারাদ- হয় তাঁর। এরপর ১৩ জুন ১৯৮০ সালে কারাগার থেকে মুক্তিলাভ করেন। এরশাদের সামরিক শাসন আমলে দুইবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তিনি। একজন দক্ষ ক্রীড়াবিদ হিসেবে ১৯৬৫-১৯৭০ সাল পর্যন্ত তিনি ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে সেন্ট্রাল প্রিন্টিং অ্যান্ড স্টেশনারী কাব, ইস্ট অ্যান্ড কাব, ওয়ারী কাব এবং সর্বশেষ ঢাকা মোহামেডান স্পোর্টিং কাবের পক্ষে ও পরে ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান ঢাকা মোহামেডান স্পোর্টিং কাবের পক্ষে অংশগ্রহণ করেন। ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান চ্যাম্পিয়ন সম্মিলিত পূর্ব পাকিস্তান বিশ্ববিদ্যালয় ফুটবল দলের সদস্য হিসাবে লাহোরে সর্বপাকিস্তান জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর ১৯৬৯-৭০ সালে পূর্ব পাকিস্তান যুব ফুটবল দলের সদস্য হিসেবে অংশগ্রহণ, ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ও হাইজাম্পে ২য় স্থান অধিকার করেন। একজন সাহিত্যিক হিসেবে তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে- তিন দাগে ঘেরা বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর উপস্থিতি, গণতান্ত্রিক সংগ্রামের নয়া কৌশলসহ দুই শতাধিক রাজনৈতিক প্রবন্ধ রয়েছে তাঁর। মন্ত্রী হাসানুল হক ইনু তাঁর দীর্ঘ কর্মময় জীবনে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, জাপান, তুরস্ক, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, বাহরাইন, ওমান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, মিশর, নাইজেরিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, সাবেক চেকোসøাভেকিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র বরিশালে আগমন উপলক্ষে জাসদ’র বরিশাল জেলা সাধারণ সম্পাদক আব্দুল হাই মাহবুব বলেন, তাঁদের নেতা আসছেন তাই নেতাকর্মীরা উজ্জীবিত। সাংগঠনিক যতটুকু শক্তি আছে তার মাধ্যমে জনসভা সফল করার চেষ্টা চলছে। এদিকে আজ সন্ধ্যায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন জাসদ জেলা দপ্তর সম্পাদক সিদ্ধার্থ ম-ল।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net