মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৪২

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
কান্নাকাটি আর নালিশ ছাড়া বিএনপির কোন রাজনীতি নেই-বরিশালে ওবায়দুল কাদের

কান্নাকাটি আর নালিশ ছাড়া বিএনপির কোন রাজনীতি নেই-বরিশালে ওবায়দুল কাদের

dynamic-sidebar

বরিশাল অফিস:-

আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মৃত্যুর মিছিলে দুর্যোগের আধারে জীবনের জয়গান গায় আওয়ামী লীগ। ধ্বংসের ওপর দাড়িয়ে সৃষ্ঠির পতাকা ওড়ায় আওয়ামী লীগ। তাই উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনার সরকার আর একবার দরকার। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে নালিশ পার্টি। কান্নাকাটি আর নালিশ ছাড়া বিএনপির কোন রাজনীতি নেই। বিএনপি নেত্রী ঈদের পর আন্দোলনের ঘোষনা দিলেন, কিন্তু আন্দোলনের খবর নেই। বিএনপির মহাসচিবের সমালোচনা করে বলেন, বরিশাল এসে তিনি জয় করে যেতে পারেননি, দলীয় কর্মীদের ভয়ে তিনি চলে গেছে। কারন মহাসচিবের সামনেই দলীয় কর্মীরা নিজেদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তাই কর্মীদের নিয়ন্ত্রন না করতে পেরে তাদের ভয়েই বরিশাল ছেড়ে পালিয়েছেন। এমন শুধু বরিশালে নয়, যেখানেই বিএনপির সমাবেশ সেখানেই কর্মীদের নিজেদের মধ্যে মারামারি ঘটনা ঘটছে। তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, জেলে যাবার যার ভয়, তারা কেমন করে স্বপ্ন দেখে দেশে নির্বাচন করার। তারা আন্দোলন করে মানুষ পুড়িয়ে মারার। তাই দেশের জনগন তাদের আন্দোলনে সাড়া দেয় না। উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ফরিদপুর থেকে কুয়াকাটা সড়ক চার লেনে উন্নিত হবে। এ ব্যাপারে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে। পদ্মাসেতু ঘীরে পটুয়াখালীতে ব্যাপক উন্নয়ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। সেগুলোর কিছু কিছু শুরু হয়েছে। আগামী বছর শেষের দিকে পদ্মাসেতু উদ্বোধন হবে। সদস্য সংগ্রহের ব্যাপারে মন্ত্রী বলেন, নতুন ভোটার ও নারীদের দলে অন্তুভূক্ত করতে হবে। মাদকসেবীরা যাতে দলে না আসতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ¦ সাধারন সম্পাদক সাংসদ আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংসদ বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুছ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net