সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, পাল্টা গুলি বর্ষণ: আহত-১০

বরিশালে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, পাল্টা গুলি বর্ষণ: আহত-১০

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রচারে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রার্থী নিজেই হামলা ঠেকাতে গুলি চালিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। প্রার্থী সান্টুও ইটের আঘাতে আহত হয়েছেন।সোমবার বিকাল ৪টার দিকে গণসংযোগ শেষে ফেরার পথে বানারীপাড়া পৌরসভার সামনে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষের প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বানারীপাড়া উপজেলায় গণসংযোগ শেষে উজিরপুরে ফিরছিলেন। বানারীপাড়া পৌরসভার সামনে নৌকা প্রতীকের প্রার্থী শাহে আলম সমর্থকদের ৩০/৪০ জন সান্টুর গাড়িবহরে হামলা করেন।

সান্টুর নির্বাচনের প্রধান সমন্বয়ক মাজেদ তালুকদার মান্নান বলেন, ‘পৌর এলাকার কাছাকাছি আসতেই যুব ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা করে। তারা প্রার্থীকে বহনকারী মাইক্রোবাসসহ মোট তিনটি মাইক্রোবাস, দুটি মোটর সাইকেল ও সাতটি থ্রি-হুইলার ভাঙচুর করে।’ তিনি জানান, ইটপাটকেলের আঘাতে প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু, পৌর বিএনপির সভাপতি আহসান কবির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, মিজান ফকির, খোকন, নান্না হাওলাদার ১০-১২ জনের মতো আহত হন।বিএনপির এই নেতা অভিযোগ করেন, এ ঘটনার পর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা বানারীপাড়া থেকে উজিরপুরের গুঠিয়া পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সব নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে।এদিকে থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘বানারীপাড়া পৌরসভা সংলগ্ন বাসস্ট্যান্ডে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় থেকে মিছিল বের করার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এসময় সরফুদ্দিন আহমেদ সান্টু গাড়িবহর নিয়ে এসে হঠাৎ করেই নেতাকর্মীদের উপর গুলি বর্ষণ শুরু করেন। এতে আমাদের আটজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’তিনি অভিযোগ করেন, ঘটনার পরে বিএনপি’র প্রার্থীর লোকেরা উপজেলার নারায়ণপুরে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এসময় তারা সেখানে পাঁচটি মোটর সাইকেল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। পুরো বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের ওই নেতা।এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে আমার মুঠোফোনে যোগাযোগ হয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের লোকজন তাদের গাড়িবহরে হামলার চেষ্টায় এগিয়ে আসে। তখন তিনি (সান্টু) চার রাউন্ড গুলি করেন। এতে আওয়ামী লীগের ৭/৮ জনের মতো আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর বলে শুনেছি। তবে বিএনপি প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে কি না সেটা আমার জানা নেই।’বরিশাল জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল বলেন, ‘শুনেছি বানারীপাড়া পৌরসভা এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থীর পাল্টাপাল্টি মিছিল হওয়ার কথা ছিল। এসময় সেখানে মারামারি এবং গোলাগুলি হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net