মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৭

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
নলছিটিতে গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা

নলছিটিতে গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটি উপজেলার বাঘমারা মাঠে শুক্রবার গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে নাংগুলী-বৈচুন্ডি যুব সমাজের আয়োজনে গত কয়েক বছর ধরেই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

শুক্রবার এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন হাজারো দর্শক। বিকেল হতে না হতেই হাজার হাজার দর্শকের পদচারণায় বিশাল মাঠ ভরে যায়। এদিকে প্রতিযোগিতায় অংশ নেয়া ব্যক্তিগণ সকাল সকাল ঘোড়া নিয়ে হাজির হন।

অধিকাংশ প্রতিযোগী জানালেন নিতান্ত শখ আর মানুষকে আনন্দ দেয়ার উদ্দেশ্যেই ঘোড়া লালন পালন করছেন। অনেকেই আবার ঐতিহ্যকে ধরে রেখেছেন। দেশের নানা জায়গায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে মানুষকে আনন্দ দেন তারা।

ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মো. মাসুম হোসেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান সৌদি প্রবাসী ব্যবসায়ী মো. নাসির হোসেন, উপজেলা যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইব্রাহিম খান শাকিল, সাংবাদিক এস.আর সোহেল, হাসান আরেফিন প্রমুখ।

খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের মাঝে আনন্দ ছড়িয়ে পরে। দর্শকের মুহুর্মুহু করতালি আর উৎসাহের চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। এ যেন চিরায়ত বাঙ্গালীর চিরচেনা মিলন মেলা। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করতে আসেন নারীরাও। খোলা আকাশের নিচে এমন আনন্দ বার বার পেতে চান তারা।

প্রতিযোগিতায় উপজেলার ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ঘোড়া প্রথম হন। এ ছাড়া একই গ্রামের নুর হোসেনের ঘোড়া দ্বিতীয়, মোল্লারহাট গ্রামের রফিকুল ইসলামের ঘোড়া তৃতীয় হন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net