শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
সাংবাদিক নির্জাতন – বিজিবি’র সিওকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

সাংবাদিক নির্জাতন – বিজিবি’র সিওকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

dynamic-sidebar

যশোর:

বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে পেটানোর ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফুল হকের শাস্তি ও প্রত্যাহারের দাবিতে যশোরে মৌন মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘ভিন্ন কায়দায় নির্যাতনের শিকার সাংবাদিক আজিজুল’আজিজুলকে পেটানোয় বরিশাল রিপোর্টার্স ইউনিটির নিন্দা
রোববার (৬ আগস্ট) দুপুরে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে যশোরের নাভারণে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচির শুরুতে মুখে কালো কাপড় বেঁধে নাভারণ বাজার থেকে মৌন মিছিল বের হয়ে সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে যশোর-বেনাপোল মহাসড়ক পৌনে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব শার্শার সভাপতি আব্দুল মুননাফ। শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমানের সার্বিক পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য প্রণব দাস, প্রেসক্লাব শার্শার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, শার্শা সাংবাদিক ফোরামের সভাপতি আমিনুর রহমান, এটিএন বাংলার শার্শা প্রতিনিধি আহম্মদ আলী শাহীন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার সৈয়দ আহসান কবীর ও বাংলানিউজের যশোর অফিসে দায়িত্বরত স্টাফ করেসপন্ডেন্ট উত্তম ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন-বেনাপোল প্রেসক্লাবের সদস্য সাজেদুর রহমান, মিলন খান, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, বাগ আঁচড়া প্রেসক্লাবের সভাপতি ইন্তাজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আবু সাইদ, আইসিটি প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম, শার্শা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ওসমান, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, আব্দুর রহমান, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাবু, শাহ নেওয়াজ মল্লিক স্বপন, সাংবাদিক রিপন, বাবু, সাহাবুদ্দিন আহম্মেদ, তৌহিদুর রহমান, বাচ্চু হাওলাদার, আব্দুর রহমান প্রমুখ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ‘বেনাপোল সীমান্তে অরক্ষিত বাংলাদেশের প্রবেশদ্বার’ শিরোনামে আজিজুলের একটি রিপোর্ট প্রকাশিত হয়। এ রিপোর্টের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ আগস্ট) বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফুল আজিজকে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net