বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৩২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে সুকান্ত বাবু শিশু হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

বরিশালে সুকান্ত বাবু শিশু হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল। রোববার বেলা ১২টায় নগরীর আমানতগঞ্জ এলাকায় প্রায় এক একর জমির উপর ২শ’ শয্যা বিশিষ্ট ‘শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম। আলোচনা সভায় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবা দরিদ্র মানুষের দ্বাড়গোরায় পৌছে দেয়ার অঙ্গীকার করেছে। আমরা বরিশালে ইতিমধ্যে চিকিৎসা সেবা সাধারন মানুষের দ্বারগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছি। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন তালুকদার মো. ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, পঙ্কজ নাথ এমপি, শেখ টিপু সুলতান এমপি, বিভাগীয় কমিশনার মো. গাউস, পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, সিভিল সার্জন ড. এএফএম শফিউদ্দিনসহ অন্যান্যরা। বরিশাল গনপূর্ত বিভাগ এই হাসপাতাল নির্মান বাস্তবায়ন করছে। গনপূর্ত বিভাগ সূত্র জানিয়েছে, ১৯ কোটি ৪৮ লাখ ৩৩ হাজার ৫১ টাকা ব্যয়ে ১০তলা ১০তলা বিশিস্ট শিশু হাসপাতাল আপাতত চারতলা সম্পন্ন করা হবে। এই চারতলা নির্মানে সময় ধরা হয়েছে ২ বছর। এরপর শুরু হবে শিশু হাসপাতালের সেবা কার্যক্রম। এই হাসপাতালে থাকছে জরুরী বিভাগ, রেডিওলোজি, ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ, অপারেশন ব্লক, ওষুধ সরবরাহ বিভাগ, থেরাপী বিভাগ, সাধারন শিশু ওয়ার্ড, প্রশাসনিক ব্লক এবং কনফারেন্স রুম। উল্লেখ, এর আগে বরিশালে কোন বিশেষায়িত শিশু হাসপাতাল ছিলো না। এই হাসপাতাল নির্মিত হলে বরিশালের শিশু স্বাস্থ্য সেবায় দ্বার উন্মোচিত হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সরকারি বাসায় অবস্থানকালে ঘাতকদের বুলেটে শহীদ হন হাসানাত আবদুল্লাহ ও শাহানারা আবদুল্লাহ দম্পত্তির বড় ছেলে সুকান্ত বাবু। ওইদিন মন্ত্রী রব সেরনিয়াবাত এবং তার নাতি সুকান্ত বাবু সহ ওই পরিবারের ৫ সদস্য শহীদ হন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net