রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:১৭

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
বরিশালে বিভিন্ন ঔষধের দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান : অর্ধলাখ টাকা জরিমানা।

বরিশালে বিভিন্ন ঔষধের দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান : অর্ধলাখ টাকা জরিমানা।

dynamic-sidebar

আজ ১০ মার্চ বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় উদয়ন স্কুল সংলগ্ন । ডায়াগনস্টিক সেবার মান ও ভোক্তা অধিকার বিষয় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জয়দেব চক্রবর্তী।

সিটি মেডিকেল সার্ভিসেসে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ, বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন নির্ধারিত মুল্যের চেয়ে প্যাথলজি পরিক্ষায় অতিরিক্ত ফি আদায়, ডাক্তার না থাকায় ইত্যাদি অপরাধে সিটি মেডিকেল সার্ভিসেস এর পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন লিপু কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় বিশ (২০০০০) টাকা জরিমানা আদায় করা হয়। এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস বরিশাল, ডাঃ মোঃ মুহাইমিনুল ইসলাম।

পরে সদর রোড বরিশালে অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ঔষধের ফার্মেসীতে অভিযান চালিয়ে সরকারি অনুমোদন ব্যতীত, এমআরপি উল্লেখ নেই এবং বিভিন্ন বিদেশি ঔষধ বিক্রয় করার অপরাধে মেসার্স মুন মেডিকেল এর প্রোপাইটার মোঃ রেজাউল আলমকে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (ক) ধারা লঙ্ঘন এর জন্য ২৭ ধারায়। পঁচিশ (২৫০০০) হাজার টাকা এবং একই আপরাধে মেসার্স আলিফ মেডিকেল এর প্রোপাইটার মোঃ মোশাররফ হোসেন কে পাঁচ (৫০০০) হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন ঔষধ তত্ত্বাবধায়ক ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশাল, এস, এম, সুলতানুল আরেফিন। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট পঞ্চাশ (৫০০০০) টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল, এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এএসপি র‌্যাব-৮ বরিশাল, মুকুর চাকমা, কোতয়ালী মডেল থানা পুলিশ এবং র‌্যাব-৮ এর সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net