শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের প্রয়াণে শোকসভা

dynamic-sidebar

একুশে পদকপ্রাপ্ত বরিশালের বিশিষ্ট গুণীজন সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের প্রয়াণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে এই শোকসভার আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। শোকসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র সভাপতিত্বে নাগরিক শোকসভায় আলোচক ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি ও সংস্কৃতিজন শাহান আরা বেগম।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল ও সৈয়দ দুলাল এবং নিখিল সেনের ছেলে সুভাষ সেন গুপ্ত শোক সভায় বক্তব্য রাখেন।

শোকসভায় বক্তারা বলেন, প্রয়াত নিখিল সেন সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। শোকসভায় মানুষের উপস্থিতি তার প্রমাণ। তিনি দেশের বাইরে লেখাপড়া করেও মাতৃভূমির টানে দেশে ফিরে আসেন। তনি কতটা গুণী এবং যোগ্যতাসম্পন্ন ছিলেন তা তার মৃত্যুর আগে অনেকেই বুঝতে পারেননি। কিন্তু নিখিল সেনের মৃত্যুর পর তার অভাব মানুষ বুঝতে পেরেছে। তার মতো গুণীজনদের মৃত্যুর আগে যথযথ সম্মান জানানো উচিত।

গত ২৫ ফেব্রুয়ারি বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে নিখিল সেন পরলোকগমন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net