শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল কীর্তনখোলা নদীতে জাহাজের ঢেউএ ট্রলার ডুবি

বরিশাল কীর্তনখোলা নদীতে জাহাজের ঢেউএ ট্রলার ডুবি

dynamic-sidebar

 

বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে সকাল নয়টার দিকে ইটবাহী এক ট্রলার নিমজ্জিত হয়। ইটবাহী ট্রলার টি সকালে আলী ব্রিকস থেকে ১০ হাজার ইট নিয়ে বরিশাল চাঁদমারি ও কে ডি সির মধ্যস্থানে মোঃ স্বপন পুলিশ এর ইটের খলায় ইট নিয়ে আসে।

তখন ট্রলার টি নদীর পাশে বাধা ছিল ৫ জন শ্রমিকসহ। ঐ সময়  চরমোনাইর দিক থেকে দ্রুত গতিতে আসা নৌ বাহিনীর জাহাজ পি-২১৩ বরিশাল কে ডি সি অতিক্রম করার সময় ঢেউ এসে ট্রলার টির ভিতরে পানি ঢুকে যায় তখন ট্রলার টি ডুবে যায়। ট্রলারের মালিক দিন মজুর মোঃমোতালেব গাজী ও ট্রলারের শ্রমিকেরা বলেন আমরা নৌ বাহিনীর জাহাজ টিকে আস্তে আস্তে চালানোর সিগনাল দেই তারপরও তারা অতি দ্রুত গতিতে জাহাজ টি চালায় এই জন্য আমাদের ট্রলার টি ডুবে যায়।

কে ডি সির এলাকাবাসী বলেন যে ট্রলারের শ্রমিকের সবাই উপরে থাকায় কেউ হতাহত হয়নি।এবং খোজ নিয়ে জানাযায় যে ট্রলারের মালিক মোঃমোতালেব গাজী অতন্ত্য গরীব ও দীন মজুর এবং এই ট্রলার টি তাদের একমাএ ভরসা ছিল। এখন হয়তো টাকার অভাবে ট্রলার টি তার একার পক্ষে নদী থেকে উঠানো সম্ভব নয়।

এবং বরিশালের অনেক ট্রলার মাঝিদের অভিযোগ যে অনেক সময় (গ্রীন লাইন ও, ওমেরা গ্যাসের জাহাজ সহ বিভিন্ন তৈল এর ট্যাংকার সব সময় অতি দ্রুত গতিতে চালায় এ  জন্য আমাদের ট্রলার গুলি ডুবে যাওয়ার সম্ভবনা বেশী থাকে। জাহাজের স্টাফরা যদি আমাদের সিগনাল ফলো করে তাহলে হয়তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। বরিশাল কীর্তনখোলা নদীতে গত একমাসের মধ্যে কালিজিরা, বেলতলা ও কে ডি সি সহ বিভিন্ন জায়গায় সিমেন্ট, রড, বালু, ও ইট সহ,মোট ৫ টি ট্রলার ঢেউ এর কারনে নিমজ্জিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net