সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৪

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

dynamic-sidebar

সদর উপজেলাসহ বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে পৃথকভাবে বিভাগের বিভিন্ন জেলার উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহন করেন।

নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বিএমপি কমিশনার মোঃ সাহাবুদ্দিন খান, ডিজিএফআই বরিশাল প্রধান কর্ণেল শরিফুজ্জামান, র‌্যাব ৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বরিশাল জেলা, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত উপজেলা চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ ভাবে লিখিত শপথ বাক্য পাঠ করেন।

শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জনপ্রতিনিধিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

শপথ গ্রহণ শেষে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম তাদের কার্যালয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net