বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

ভারতের নাগরিক নন অক্ষয়

dynamic-sidebar

বিনোদন ডেস্ক, ভারতের লোকসভা নির্বাচন চলছে। নির্বাচন চলাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সাক্ষাৎকার নিয়ে আলোচনায় আসেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। এবার জানা গেলো তিনি ভারতের নাগরিকই নন। একারণে লোকসভা নির্বাচনে ভোটও দিতে পারবেন না খিলাড়ি খ্যাত এই অভিনেতা।

জানা গেছে, ভারতের নাগরিকত্ব নেই অক্ষয় কুমারের। কানাডার পূর্ণ নাগরিকত্ব এবং ভারতের ‘বিদেশী নাগরিকত্ব’ রয়েছে তার।

নাগরিকত্ব নিয়ে এই বিতর্ক ওঠার পর টুইটবার্তায় অক্ষয় জানিয়েছেন, তার যে কানাডিয়ান পাসপোর্ট রয়েছে সেটা তিনি লুকোননি। কিন্তু তিনি সাত বছরে একবারও কানাডা যাননি। এ দেশেই কাজ করেন এবং ট্যাক্স দেন। তাই তার নাগরিকতা নিয়ে বিতর্ক অযথা।

তবে ভারতের নাগরিকত্ব না থাকলে তিনি কিভাবে ভারতের কাজ করছেন এবং ধারাবাহিকভাবে বসবাস করছেন। এটি করতে পারছেন ভারতের বিদেশি নাগরিকদের জন্য চালু করা ওভারসিজ সিটিজেনশিপের কারণে। অন্য কোনো দেশের নাগরিকত্ব রয়েছে কিন্তু তারা ভারতীয় এমন ব্যক্তিদের ‘ওভারসিজ সিটিজেনশিপ’ দেয় ভারত।

ওভারসিজ সিটিজেনশিপ কী?

১৯৫৫ সালে পাশ হয় ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট। এই অ্যাক্টে ‘দ্বৈত নাগরিকত্বকে’ পুরোপুরি অস্বীকার করা হয়েছিল। পরে ২০০৩ সালে এই অ্যাক্ট পরিবর্তন করে ‘পিপল অফ ইন্ডিয়ান অরিজিন’দের জন্য আংশিক দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ এমন কোনো ব্যক্তি যারা দাদু, ঠাকুমা, বাবা, মার কেউ ভারতের নাগরিক ছিলেন সে ভারতে নাগরিকত্বের সুবিধা নিতে পারবে। যদি সে অন্য দেশের নাগরিক হয় তাও (তবে সেক্ষেত্রে ব্যক্তি যে দেশের নাগরিক রয়েছেন সেই দেশে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত হতে হবে)।

এরপর ২০০৫ সালে আবার এই আইনে পরিবর্তন আনা হয়। সেখানে বলা হয় এই সুবিধা (আংশিক দ্বৈত নাগরিকত্বের সুবিধাটি) বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকরা বাদে কমনওয়েলথভুক্ত দেশের ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা পাবেন।

এরপর ২০০৬ সালে “প্রবাসী ভারতীয় দিবসে” ওভারসিজ সিটিজেনশিপ (আংশিক দ্বৈত নাগরিকত্ব) চালু হয়।

ওভারসিজ সিটিজেনশিপ থাকা প্রবাসী ভারতীয় ব্যক্তিরা ভারতীয় নাগরিকদের পাওয়া কিছু সুবিধা থেকে বঞ্চিত, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো-

# তারা ভোট দিতে পারেন না।

# কোন সাংবিধানিক পদে বসতে পারেন না।

‘ওভারসিজ সিটিজেনশিপ’ এর জন্যই ভোটাধিকার না থাকলেও কর্মের-অধিকার রয়েছে অক্ষয়ের।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net