রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল-ঝালকাঠিতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বরিশাল-ঝালকাঠিতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

dynamic-sidebar

বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করছে খাদ্য বিভাগ।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় আগৈলঝাড়া উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অজিয়র। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. রইস সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক অজিয়র একজন নারী প্রান্তিক কৃষাণী স্নেহা লতা বালার কাছ থেকে ২০ মণ বোর ধান ক্রয়ের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কৃষক মো. জালাল শাহসহ অন্যান্য কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করেন জেলা প্রশাসক।

সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার ৩৬০ জন কৃষকের কাছ থেকে ২৯১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়। প্রতি কৃষকের কাছ থেকে এক হাজার ৪০ টাকা দরে ২০ মণ করে বোরো ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

বরিশাল জেলায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫৮৭ মেট্রিক টন বোরো ধান সরকারিভাবে সংগ্রহ করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অবনী মোহন দাস জানান, শুধু আগৈলঝাড়াই নয় বরিশালের মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ক্রয় করা হবে।

এদিকে ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। সকালে জেলার নলছিটি উপজেলার খাদ্যগুদামে কৃষি বিভাগের তালিকাভুক্ত কার্ডধারী কৃষকরা তাদের ধান বিক্রি শুরু করেন।

ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাত জাহান মিলি ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) এইচ এম আনোয়ার।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net