শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
ভোলায় কৃষকের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

ভোলায় কৃষকের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

dynamic-sidebar

কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় এবং প্রতারিত না হয় তা নিশ্চিত করতে ভোলা সদর উপজেলায় কৃষকের বাড়ি থেকে সরকারি ভাবে ধান ক্রয় শুরু হয়েছে। আজ বুধবার সকালে বাপ্তা চৌদ্দঘর গ্রামের নুরুনবীর বাড়ি থেকে ৩ মেট্রিকটন ধান ক্রয় করা হয়। এ সময় ধানের সঠিক মূল্য পেয়ে কৃষক পরিবারের মধ্যে আনন্দ রিবাজ করে।

সরকারি ভাবে ধান ক্রয় কালে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান,জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজউদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগন। ধান ক্রয়কালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান বলেন, কৃষকদের ধানের প্রকৃত মূল্য প্রাপ্তির জন্যই সরকারের এই উদ্যেগ।

জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ধান ক্রয় পক্রিয়াকে কঠোরভাবে মনিটরিং করার জন্য। যাতে করে কোনো ফরিয়া বা দালাল সুবিধা নিতে না পারে। ইতোমধ্যে কৃষি কর্মকর্তাদের বলা হয়েছে সকল কৃষকদের সরকারের এই ধান ক্রয়ের খবরটি যাতে ছড়িয়ে দেওয়া হয়। এতে করে কৃষকরা আর ঠকবেন না। তারা তাদের ধানের সঠিক মূল্য পাবেন।

জেলা খাদ্য কর্মকর্তা এস এম তাহসিনুল হক সাংবাদিকদের বলেন, জেলায় ইতোমধ্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবছর জেলায় মোট ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৮৫৮ মে:টন।

এর মধ্যে ধান রয়েছে ২ হাজার ৩১৮ মে:টন ও চাল ৫ হাজার ৫৪০ মে:টন রয়েছে। ধানের মূল্য ২৬ টাকা কেজি ও চালের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগষ্ট মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net