শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৩০

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বঙ্গোপসাগর ৩ ট্রলার ডুবে ২৯ জেলে নিখোঁজ : উদ্ধার -১

বঙ্গোপসাগর ৩ ট্রলার ডুবে ২৯ জেলে নিখোঁজ : উদ্ধার -১

dynamic-sidebar

এম আমির হোসেন ॥ চরফ্যাশনে পৃথক ৩ ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এতে পৃথক ২ ট্রলারের মাঝি মাল্লাসহ মোট ২৯ জন জেলের নিখোঁজ রয়েছে। নিখোঁজ বিষয়টি চরফ্যাশন, দুলারহাট থানার ওসি ও কোস্টগার্ড নিশ্চিত করেছেন। জানা যায়, চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎসঘাটের বাবুল মাঝি ও নুরাবাদের শাজাহান মাঝির দু‘টি ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। রবিবার ১জনের লাশের উদ্ধারের সংবাদ জানিয়েছেন উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মো. নান্নু মিয়া। তবে লাশের নাম ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন জানান, ট্রলার মালিক ওয়াজেদ আলী শনিবার রাতে থানায় লিখত দিয়েছেন, তার মাছ ধরাার ট্রলার শনিবার সকাল ৭টায় মনির মাঝির ১৪/১৫ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ শিকারে গেলে এখন পর্যন্ত তাদের কোনোও খোঁজ পাওয়া যায়নি। ট্রলারটি মেঘনার হাতিয়ার গ্যাসফেক্টরীর পূর্ব পাশে ডুবে যায়। নিখোঁজরা হলেন, মনির মাঝি, জিয়ার হোসেন, জুয়েল, সেলিম, বাবুল হোসেন, অলিউদ্দিন, বেলায়েত হোসেন, অজিউল্যাহ, মাকসুদ, কামাল, তছির, জাহাঙ্গীর, হজরত আলী, সামছুদ্দিন। এদের বাড়ী চরমাদ্রাজ ৮নং ওয়ার্ড, জিন্নগড় ও রসুলপুর এলাকার বিভিন্ন স্থানে।

এদিকে দুলারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটওয়ারী জানান, উপজেলার নুরাবাদ ৯নং ওয়ার্ডের শাহজান মাঝির মাছ ধরার ট্রলারটি ঢালচর চ্যালেনের শিবচর নামক স্থানে শনিবার ভোর ৫টায় ডুবে যায়। এতে কোন মাঝি মাল্লার হাদিস পাওয়া যায়নি। নিখোঁজ জেলেরা হলেন, শাহাজান মাঝি, সুলতান মাঝি, আজগর সর্দার, রুভেল, জামাল, রফিজল, আবদুল হাই, রবিউল ইসলাম, নাছির উদ্দিন, জসিম ও মোহাম্মদ হোসেন।

চরমাদ্রাজ ইউপি‘র চেয়ারম্যান মোজাম্মেল জমাদার মুঠো ফোনে জানান, গভীর সমুদ্রে আমাদের মাদ্রাজ এলাকার ২টি ট্রলার ডুবির খবর পেয়েছি একটির মাঝি মাল্লা উদ্ধার হয়েছে। অপর ট্রলারটি উদ্ধারে একটি ট্রলার চেষ্টা করেও প্রবল ঝড়ের জন্য ব্যর্থ হয়ে ফিরে এসছে। তাদের খুঁজে পাওয়ার জন্যে চরফ্যাশন থানা এবং উপজেলা নির্বাহি অফিসারকে অবগত করানো হয়েছে । নিখোঁজ ২৯ জেলের মধ্যে ১ জেলের লাশ উদ্ধারের সংবাদ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মো.নান্নু মিয়া জানিয়েছেন।

চরফ্যাশনের দক্ষিণ আইচা কোস্টগার্ড পেটি অফিসার অলিউল্যাহ বলেন, আমরা নৌ-যান নিয়ে ঢালচর এলাকায় লাশ উদ্ধারের জন্যে ট্রহল দিচ্ছি। বিভিন্ন স্থানের সোর্সদের কাছে নিখোঁজ জেলেদের সন্ধান নেয়া চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net