রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
ঝালকাঠিতে সুপারি ব্যবসায়ীকে খুন করে দুর্ধর্ষ ডাকাতি

ঝালকাঠিতে সুপারি ব্যবসায়ীকে খুন করে দুর্ধর্ষ ডাকাতি

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি :  ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সুপারি ব্যবসায়ী গৃহকর্তা আব্দুল হক(৫৮) খুন করে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন মৃত আলী আজিমের ছেলে নিহত আব্দুল হকের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয় নিহতের স্বজনরা জানান, নিহত হকের তিন ছেলে মেয়ে রয়েছে. দুই ছেলেই সৌদি আরবে প্রবাসী আর এক মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, মেয়ে তার স্বামির সঙ্গে থাকেন । ঘটনার সময় বাড়িতে শুধু নিহত আব্দুল হক ও তার স্ত্রী লিলু বেগম ছিলেন।
নিহত আব্দুল হকের স্ত্রী লিলু বেগম জানান, রাত অনুমান ২টার দিকে ৭/৮ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির সামনের দরজা ভেঙ্গে ঘরে ভিতরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা আব্দুল হক বাধা দিলে ডাকাত দল তার বুকে আঘাত করলে তিনি অচেতন হয়ে পরে। ডাকাত দল লিলু বেগমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২ ঘন্টাব্যাপী ঘরের মধ্যে তান্ডব চালিয়ে নগদ ৭০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বার্নালংকার সহ মুল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল যাওয়ার পরে লিলু বেগমের ডাক চিৎকারে লিলু বেগমের ভাই আব্দুল ছালাম পাশের বাড়ি থেকে ছুটে আসে।

অপরদিকে নিলু বেগমের ভাই আব্দুল ছালাম জানান, বোনের ডাক চিৎকার শুনে ঘটনা স্থানে এসে ভগ্নীপতি আব্দুল হককে অচেতন অবস্থায় দেখে ডাক্তার আনতে মেডিকেলে যাই। ডাক্তার এসে তাকে মৃত ঘোষনা করেন।

উপস্থিত স্থানীয়রা জানান,নিহত আব্দুল হক র্দীঘ দিন প্রবাসে ছিলেন, প্রবাস জীবন শেষে সে শুপারির ব্যবসা করতেন। নিহত আব্দুল হক শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। সকালে খবর পেয়ে এসে নিহত আব্দুল হককে মৃত অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে আমরা থানা পুলিশে খবর দেই। খবর পেয়ে সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে রাস্তার পাশ থেকে একটি সাবল ও কাপড়ে জড়ানো একটি এলিডি টিভি উদ্ধার করে। এ খবর পেয়ে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেছেন। ঘটনা অনুসন্ধানের জন্য বাংলাদেশ পুলিশের পিবিআই, ডিবি, সিআইডি, রাজাপুর থানা পুলিশসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনা স্থানে কাজ করছেন।

এ ব্যাপারে রাজাপুর-কাঠালিয়া সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে। এখন প্রযর্ন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নাই। ডাকাত দলকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net