শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৫

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
রোহিঙ্গা নির্যাতন ইস্যু ॥ তালতলীর রাখাইনদের বাড়তি নিরাপত্তা

রোহিঙ্গা নির্যাতন ইস্যু ॥ তালতলীর রাখাইনদের বাড়তি নিরাপত্তা

dynamic-sidebar

আমতলী প্রতিনিধি ॥
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন এবং উচ্ছেদের ঘটনায় তালতলীতে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। ওই ঘটনাকে কেন্দ্র করে তালতলীতে বসবাসরত রাখাইনদের ওপর যাতে কোনো ধরনের হামলা না হয়, সেজন্য ধর্মীয় উপাসনালয়গুলোতে ২৪ ঘণ্টা নজরদারিসহ রাখাইনপাড়ায় টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে সতর্ক আছে স্থানীয় নাগরিক সমাজসহ মুসলিম ধর্মীয় নেতারাও। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণের জেলা বরগুনা সদর উপজেলার বালিয়াতলী এবং তালতলী উপজেলায় বসবাস করছে প্রায় ৩ হাজার রাখাইন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরগুনা-পটুয়াখালী জেলার দায়িত্বপ্রাাপ্ত ট্রাস্টি খে মংলা রাখাইন বলেন, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে স্থানীয় কিছু উগ্রপন্থি লোক তাদের দেখলে নানা কটূক্তি করার চেষ্টা করছে। এতে তাদের মধ্যে ভীতি কাজ করছে। তবে স্থানীয় প্রশাসন এবং নাগরিক সমাজ যেভাবে নিরাপত্তা দিচ্ছে, তাতে তিনি খুবই সন্তুষ্ট। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে বর্বরতা চলছে, তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এ রাখাইন নেতা। বরগুনা সদরঘাট জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. গোলাম মাওলা জাহিদ বলেন, সব জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করবে এটাই বাস্তবতা। সে ক্ষেত্রে যিনি অপরাধ করবেন, তিনিই শাস্তি পাবেন। যারা অপরাধ করবে না, তাদের শাস্তি দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। অতএব, এ দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বসবাস করছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব সবার। এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, মিয়ানমার ইস্যুকে কেন্দ্র করে তালতলী ও বরগুনায় বসবাসরত রাখাইনদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন, স্থানীয় চৌকিদার এবং নাগরিক সমাজের মাধ্যমে ২৪ ঘণ্টা টহলের ব্যবস্থা করা হয়েছে। বাড়তি নজরদারিতে রাখা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net