সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৫

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
বন্যার্তদের সহায়তায় ববির ‘পদাতিক’ এর ত্রাণ সংগ্রহ

বন্যার্তদের সহায়তায় ববির ‘পদাতিক’ এর ত্রাণ সংগ্রহ

dynamic-sidebar

শফিক মুন্সি, বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত সামাজিক-সাংস্কৃতিক মঞ্চ ‘ পদাতিক ‘ উত্তরাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করেছে। গত বুধ এবং বৃহস্পতিবার সংগঠনটি বরিশাল নগরীর নতুন বাজার এবং লঞ্চঘাট এলাকায় ত্রান সংগ্রহের কাজ শুরু করে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তারা বরিশাল নগরীর সকল জনাকীর্ণ স্থান থেকে ত্রাণ সংগ্রহ করার চেষ্টা করবে।

এ ব্যাপারে ‘পদাতিক’ এর সংগঠক হৃদয় বিশ্বাস এর সঙ্গে কথা বললে তিনি জানান, ” সরকারী – বেসরকারী সংস্থা মিলে বন্যার্তদের যতটুকু ত্রান দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। এমতাবস্থায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বন্যাদুর্গতদের জন্য ত্রান সংগ্রহ শুরু করেছি। ”

কিভাবে ত্রাণ পৌঁছানো হবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্দিষ্ট সময় পর্যন্ত সাহায্য উত্তোলন করার পর তারা বন্যার্তদের জন্য কিছু অতিপ্রয়োজনীয় ওষুধসামগ্রী কিনবেন। তারপর নির্দিষ্ট স্বেচ্ছাসেবক এর মাধ্যমে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সরাসরি বন্যার্তদের কাছে পৌঁছে দেবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় উত্তরবঙ্গসহ গোটা দেশের ২৮ টি জেলায় প্রায় অর্ধকোটি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।বন্যার কারণে এরই মধ্যে প্রাণ গেছে শতাধিক মানুষের। পানিতে তলিয়ে গেছে দেড় লক্ষ হেক্টর ফসলি জমি।দুর্গত এই জনগোষ্টীর জন্য নেই খাবারের কোন নিশ্চয়তা,নেই বিশুদ্ধ পানির সরবরাহ ,মাথাগোজার ঠাইটুকুও হারিয়েছেন অনেকে। স্বভাবতই বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net