মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বিসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদে বাঁধা ; পরিস্থিতি নিয়ন্ত্রনে ১৪৩ রাউন্ড গুলি

বিসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদে বাঁধা ; পরিস্থিতি নিয়ন্ত্রনে ১৪৩ রাউন্ড গুলি

dynamic-sidebar

মজিবর রহমান নাহিদ, বরিশাল অফিসঃ


অবৈধ স্থাপনা উচ্ছেদে বাঁধা দেওয়ায় বরিশালে পুলিশ ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং এলাকাবাসীসহ মোট ২৩জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রনে ১৪৩ রাউন্ড গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে এঘটনায় হামলার সাথে সম্পৃক্ততায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, দেলোয়ার, অহিদুল, শাহ্ আলম, আব্দুল খালেক ও শহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নগরীর কাউনিয়া বটতলা এলাকায় অভিযান শুরু করে সকালে। এতে স্থানীয়রা বাঁধা দিলেও সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের অভিযান অব্যাহত রাখলে স্থানীয় লোকজন তাদের মারধর করে। পুলিশ স্থানীয়দের নিবৃত্ত করতে গেলে তাদের উপরও হামলা চালায় স্থানীয়রা। এ পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্য ও গুলি ছোড়ে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। বিসিসি কর্মীরা জানান, এঘটনায় সিটি কর্পোরেশনের নিরাপত্তা সুপার নিকর চন্দ্র দাস, আরআই সাজ্জাদ, সোহেল খান, ইমরান হোসেন, মেহেদী খান, আণোয়ার, সালাউদ্দিন, মোস্তাফিজ ও বুল ডোজার চালক মহিউদ্দিন আহম্মেদকে মারধর করায় তারা বেশ আহত হয়েছেন।এদিকে পায়ে রাবার বুলেট বিদ্ধ হয়ে মাইনুল ইসলাম নামে এক ব্যক্তি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে পুলিশ সদস্য রেজাউল, আসাদ, সুমন এবং আর্মড পুলিশের এক সদস্যসহ মোট ৮জন আহত হয়েছে। জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে আর্মড পুলিশ ৭৯ রাউন্ড, কাউনিয়া থানা পুলিশ ১৩ রাউন্ড এবং পুলিশ লাইনসের সদস্যরা ৫১ রাউন্ড গুলি ব্যবহার করেছেন। ইয়াছির আরাফাত নামে এক এলাকাবাসীর সাথে কথা বললে সে জানায়, আমাদের জমিতে আমরা রয়েছি। আমাদের অবৈধভাবে উচ্ছেদের জন্য এসেছে সিটি কর্পোরেশন। আমরা আমাদের অধিকার ছাড়বো না। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা সেলিম রেজা বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে এসে সিটি কর্পোরেশন কর্মকর্তারা এবং পুলিশ হামলা শিকার হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি ছোড়ে। এছাড়া বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে এবং ঘটনাস্থল থেকে হামলার সাথে যুক্ত এমন ৫ জনকে আটক করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল সাংবাদিকদের বলেন, এ ঝামেলার ফলে আমাদের কিছু সদস্যরা আহত হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের পর অভিযান চালানো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net