বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫১

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

dynamic-sidebar

পবিত্র আশুরা পালন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২ টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিয়ময় সভার আয়োজন করা হয়। এতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিনসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মহানগরীর বিভিন্ন এলাকার পবিত্র আশুরা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তনুযায়ী আয়োজক কমিটি কর্তৃক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন পূর্বক তাদের আইডি কার্ড সরবরাহ করতে হবে পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীর তালিকা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে। এছাড়া আয়োজক কমিটি নিজেদের সাথে আলোচনা করে তাজিয়া মিছিলের সময় ও রুট নির্ধারণসহ মিছিলে আগত লোকদের দেহ তল্লাশীর ব্যবস্থা রাখা হবে। অপর সিদ্ধান্তগুলো হলো, তাজিয়া মিছিলে অংশগ্রহনকারী (পাইক) নামে দলভূক্ত মিছিলকারীদের রড়, ছোরা, বাঁশের লাঠি, বর্শা এবং চাবুক/ চাকু’র ব্যবহার নিয়ন্ত্রণ করা, পরস্পর বিরোধী গ্রুপগুলোর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে আয়োজক কমিটি কর্তৃক বিশেষ দৃষ্টি রাখা, মিছিলে অংশগ্রহনের উদ্দেশ্যে জমায়েতস্থলে আয়োজক কমিটি কর্তৃক পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা, আয়োজক কমিটি কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দ্বারা অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের ব্যাগ, ছাতা, প্যাকেট ও বক্সসহ প্রবেশ নিষিদ্ধ করা, বিশেষ ক্ষেত্রে তল্লাশীর ব্যবস্থা করা, কোন সন্দেহজনক বস্তু বা পরিত্যাক্ত ব্যাগ/ থলে ইত্যাদি মিছিলের আশে পাশে পাওয়া গেলে সাথে-সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা, আতশবাজি/পটকা ইত্যাদির ব্যবহার বন্ধ করা, জরুরী পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা। এসব সিদ্ধান্ত ও নির্দেশনা পালনে সকলের প্রতি আহবান জানিয়ে সভা শেষ করেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

 

 

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net