রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
আমন ফসল রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন

আমন ফসল রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার হাত থেকে আমন ফসল রক্ষা করা ও কৃষক এবং খেত মজুরদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি।
একই সঙ্গে এসব দাবিতে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমিতির বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা কমিটির সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আ. ছত্তার, অধ্যাপক জলিলুর রহমান, শাহ আজিজুর রহমান খোকন, কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।
বক্তারা বলেন, এরই মধ্যে বরিশাল ও বাকেরগঞ্জের পাঁচটি ইউনিয়নে বন্যার কারণে এক দফা আমন বীজ নষ্ট হয়ে গেছে। কিন্তু ফের ঘুরে দাঁড়াতে কৃষক ধার দেনা করে আমন বীজ রোপন করেছেন।এখন পোকার আক্রমণে বীজ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা।
অর্থের অভাবে কৃষকরা কীটনাশকও কিনতে পারছেন না, তাই অবিলম্বে সরকারিভাবে কৃষকদের কীটনাশক দিয়ে সহযোগিতা করা না হলে আমন ফসল গোলায় ওঠা নিয়ে শঙ্কা দেখা দেবে।’
তাই অবিলম্বে কৃষকদের মাঝে বিনা মূল্যে কীটনাশক সরবরাহ করার দাবি জানান তারা।
পাশাপাশি কালোবাজারি, মজুদদার ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশ শেষে মিছিল নিয়ে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর কাছে স্মারকলিপি দেওয়া হয় এসব দাবিতে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net