রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া এমভি দেশান্তর লঞ্চে হামলা ভাঙচুর, মাস্টারকে গণপিটুনি

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া এমভি দেশান্তর লঞ্চে হামলা ভাঙচুর, মাস্টারকে গণপিটুনি

dynamic-sidebar

বরিশাল ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী এমভি দেশান্তর লঞ্চটি কম যাত্রী নিয়ে যেতে না চাওয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। এসময় যাত্রীদের গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন ওই লঞ্চের মাস্টার। তাকে রাতেই উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল টার্মিনালে এই ঘটনা ঘটলে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে পুলিশ ওই লঞ্চের যাত্রী বরগুনা থেকে ঢাকার উদ্দেশে আসা একটি লঞ্চে তুলে দেয় পরিবেশ শান্ত হয়। ঘটনা প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে- দেশান্তর লঞ্চটি ৯টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে যাত্রী বোঝাই করে। কিন্তু রাত ৯টার দিকে ছেড়ে যাওয়ার আগ মূহূর্তে কর্তৃপক্ষ ঘোষণা দেয় ইঞ্জিনে ত্রুটি রয়েছে। কিন্তু ওই সময় মাস্টার ভুলক্রমে ইঞ্জিনটি চালু দেন। যাত্রীরা টিকিটের টাকা ফেরত চাইলে লঞ্চ কর্তৃপক্ষ দিতে অপরাগতা প্রকাশ করলে ক্ষুব্ধ যাত্রীরা মাস্টারকে গণপিটুনি দেয়। একপর্যায়ে লঞ্চটির ভেতরে হামলা চালিয়ে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বরিশাল নৌ পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে আসা সুন্দরবন ৫ লঞ্চে যাত্রীদের তুলে দিলে পরিবেশ শান্ত হয়। ওই লঞ্চের একাধিক যাত্রী জানিয়েছেন- লোকসানের আশঙ্কায় ইঞ্জিনে ত্রুটির অজুহাতে কর্তৃপক্ষ লঞ্চটি ছাড়তে চায়নি। কিন্তু যাত্রীদের চাপের মুখে মাস্টার ইঞ্জিন চালু দিলে তাতে সচল হয়। এতে লঞ্চে থাকা ২ শতাধিক যাত্রী ক্ষুব্ধ হয়ে লঞ্চে হামলা চালিয়েছেন। একপর্যায়ে মাস্টারকে পিটিয়ে জখম করেছে। নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানিয়েছেন- যাত্রীদের সুন্দরবন লঞ্চে তুলে দেওয়ার পরে পরিবেশ শান্ত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net