শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপহার- দক্ষিণাঞ্চলে ২৫ সেতু নির্মাণে চুক্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপহার- দক্ষিণাঞ্চলে ২৫ সেতু নির্মাণে চুক্তি

dynamic-sidebar

দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ২৫টি সেতু নির্মাণে দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এ সেতু নির্মাণের চুক্তি সই হয়। জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পাঁচ প্যাকেজের এই প্রকল্পে প্রথম দফায় তিনটি প্যাকেজ বাস্তবায়ন করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেডে ও ডিয়েনকো লিমিটেড। প্রকল্পে ১৫৫ কোটি টাকা চুক্তিমূল্যের তৃতীয় এবং ১২৩ কোটি টাকা চুক্তিমূল্যের পঞ্চম প্যাকেজ বাস্তবায়ন করবে মনিকো লিমিটেড; আর ১৫৩ কোটি টাকা চুক্তিমূল্যের চতুর্থ প্যাকেজ বাস্তবায়নের কাজ পেয়েছে ডিয়েনকো লিমিটেড। অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে এর প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, মনিকোর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ভূঁইয়া ও ডিয়েনকোর ব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম চুক্তিতে সই করেন। এই সেতুগুলোকে ‘জন্মদিনে শেখ হাসিনার উপহার’ হিসাবে মন্তব্য করেন চুক্তি সই অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চুক্তির তিনটি প্যাকেজ বাস্তবায়িত হলে খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ অঞ্চলের সড়ক যোগাযোগ নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর হবে। যানবাহন চলাচল সহজ ও ত্বরান্বিত হবে। সড়ক ব্যবহারকারীদের ভ্রমণের সময় ও ব্যয় হ্রাস পাবে। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে ৬১টি সেতু নির্মাণে ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে। মোট চার হাজার ৭০০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ প্রকল্পে জাইকার সহায়তা প্রায় দুই হাজার কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের তিন, চার ও পাঁচ নম্বর প্যাকেজে ১০টি জেলায় প্রায় চারশ ৩০ কোটি টাকা ব্যয়ে ২৫টি সেতু নির্মাণের এই চুক্তি হল। তার মধ্যে তৃতীয় প্যাকেজে খুলনা অঞ্চলে নয়টি, চতুর্থ প্যাকেজে বরিশাল অঞ্চলে নয়টি এবং পঞ্চম প্যাকেজে গোপালগঞ্জ অঞ্চলে সাতটি সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় পাঁচটি প্যাকেজে ২৩ জেলায় মোট ৬১টি সেতু নির্মাণ করা হবে; বাকী ৩৬টি নির্মাণের চুক্তি আগামী মাসে হতে পারে বলে জানিয়েছেন প্রকল্পটির পরিচালক জাওয়েদ আলম। অনুষ্ঠানে জানানো হয়, খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ অঞ্চলে এ ৬১ সেতু নির্মাণ করা হবে। ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামে তিনটি প্যাকেজে এসব সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় তিন হাজার কোটি টাকা। এ প্রকল্পে জাইকা দেবে প্রায় দুই হাজার কোটি টাকা। অবশিষ্ট টাকা দিবে সরকার। এছাড়া এ প্রকল্পের আওতায় ৪২ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। খুলনা অঞ্চলে প্যাকেজের আওতায় ৯টি সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে কুষ্টিয়ায় তিনটি, ঝিনাইদহে দু’টি, যশোরে একটি, নড়াইলে একটি এবং বাগেরহাটে দু’টি সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় গোপালগঞ্জ অঞ্চলে সাতটি সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে ফরিদপুরে ছয়টি এবং মাদারীপুরে একটি সেতু নির্মাণ করা হবে। বরিশাল অঞ্চলে নয়টি, বরিশালে ৭টি, ঝালকাঠিতে একটি ও পিরোজপুরে একটি। সব মিলিয়ে ৬১টি সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ৪ হাজার ৭শ মিটার। এছাড়া প্রকল্পের আওতায় ৪২ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। আগামী ২২ মাসের মধ্যে এ সেতু নির্মাণ শেষ হবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net