রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৪

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শের-ই-বাংলা ফজলুল হকের জন্মবার্ষিকী উদযাপন

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শের-ই-বাংলা ফজলুল হকের জন্মবার্ষিকী উদযাপন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নেতা ও বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী আজ।

১৮৭৩ সালের ২৬ অক্টোবর এ কে ফজলুক হক ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন আজ সেই মহান নেতার জন্মদিন।

এ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল।

মুখ্য আলোচক শেরে-ই-বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সৈয়দ মাকসুমুল হক, উপ-পরিচালক বরিশালের স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম, সাংস্কৃতিজন এস এম ইকবাল, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক)
বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শের-ই-বাংলা কে ফজলুল হকের বর্ণাঢ্য জীবনী নিয়ে একটু ভিডিও ডকুমেন্টারি পরিদর্শন করা হয়। পরে অতিথিরা তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন।

পরিশেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net