সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪২

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

বরিশালে ষষ্ঠদিনে ২ কোটি টাকা কর আদায়

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ আয়কর মেলার ষষ্ঠদিন মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশালসহ বিভাগের ৬ জেলা সদর ও চার উপজেলায় ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪৩ টাকা কর আদায় করা হয়েছে।

 

 

 

বিভাগীয় শহর বরিশালে কর মেলা সাত দিনব্যাপী হলেও অন্য ৫ জেলায় ৪ দিনব্যাপী এবং বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, পিরোজপুরের নেছারাবদ, ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার আয়োজন করেছে বরিশাল কর অঞ্চল। এরমধ্যে সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শেখ কামাল অডিটরিয়ামে ও গলাচিপা অফিসার্স ক্লাবে কর মেলা শুরু হয়েছে।

 

 

 

এদিকে, মঙ্গলবার পিরোজপুর ও বরগুনায় জেলা পর্যায়ের চার দিনব্যাপী কর মেলা এবং ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার সমাপ্ত হয়েছে। এরআগে সোমবার ঝালকাঠি ও পটুয়াখালীতে জেলা পর্যায়ের চার দিনব্যাপী কর মেলা এবং পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার সমাপ্তি ঘটে।

 

 

 

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, মেলার ষষ্ঠদিনে বিভাগীয় শহর বরিশালের মেলায় ১ কোটি ৭ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার কর আদায় করা হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৩৭২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৯ জন। সেবা নিয়েছেন ১৫ হাজার ৩৪৫ জন।

 

 

 

পিরোজপুরে চার দিনব্যাপী মেলার শেষদিনে (মঙ্গলবার) ১২ লাখ ৫৬ হাজার ৩৭৯ টাকার কর আদায় হয়েছে।রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ১৩২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৮ জন। সেবা নিয়েছেন ৫ হাজার ৪৪৪ জন।

 

 

 

বরগুনায় চার দিনব্যাপী মেলার শেষদিনে (মঙ্গলবার) ৩৯ লাখ ৩২ হাজার ১৮ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬০৫ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৭ জন। সেবা নিয়েছেন ৩ হাজার ২২৪ জন।

 

 

 

ভোলায় মেলার তৃতীয়দিনে ১০ লাখ ১৮ হাজার ৯৬ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪০৫ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৪ জন। সেবা নিয়েছেন ৩ হজার ৮৮৩ জন। এছাড়া জেলার লালমোহন উপজেলায় দুই দিনব্যাপী মেলার শেষদিনে ১৩ লাখ ৬১ হাজার ৪২৭ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২২০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন একজন। সেবা নিয়েছেন ৫৬৩ জন।

 

 

 

ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী মেলার শেষদিনে ৬ লাখ ১২ হাজার ২০৯ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২০০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৮ জন। সেবা নিয়েছেন ৮৯২ জন।

 

 

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রথমদিনে ১২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন পাঁচজন। সেবা নিয়েছেন ৪৩৫ জন। এছাড়া জেলার গলাচিপা উপজেলায় ২ লাখ ২৬ হাজার ৭৮৫ শত টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৭৬ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন আটজন। সেবা নিয়েছেন ৪৩৮ জন।

 

 

 

সেই হিসেবে বরিশাল কর অঞ্চলে মঙ্গলবার মোট ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪৩ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৫ হাজার ৭৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২১০ জন। সেবা নিয়েছেন ৩০ হাজার ২২৪ জন।

 

 

 

১৪ নভেম্বর থেকে শুরু হওয়া বরিশাল কর অঞ্চলের এ মেলা আগামী ২০ নভেম্বর শেষ হবে। নির্ধারিত স্থানে অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা রয়েছে। যেখান থেকে নাগরিকরা যেকোনো ধরনের সেবা পাচ্ছেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net