রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে খোদ সরকারী দপ্তরে জাতীয় পতাকা অবমাননা!

বরিশালে খোদ সরকারী দপ্তরে জাতীয় পতাকা অবমাননা!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিলো একটি মানচিত্র আর আমরা পেয়েছিলাম একটি স্বাধীন পতাকা। যে পতাকা বাংলাদেশের ঐতিহ্য বহন করে আর সেই পতাকাকেই অবমাননা বা অবমূল্যয়ন করেছে ক্ষোদ সরকারী একটি দপ্তর। দপ্তরটি বরিশালের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ।

বরিশাল জেলা প্রশাসনের অফিসের সামনেই অবস্থিত বরিশাল বিভাগীয় একাউন্ট কন্ট্রোলার (এজি) অফিসটি। কর্মকর্তাদের দায়িত্বহীনতায় মহান বিজয় দিবসের দিনেও সেই দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন ছিলো রাত সাড়ে ৭টা পর্যন্ত।

এমন সংবাদ মিডিয়া পাড়ায় ছড়িয়ে পরলে কয়েকজন গণমাধ্যমকর্মী হাজির হন ঘটনাস্থলে। তারা গিয়েও দেখতে পায় পতাকাটি। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পতাকা নামিয়ে ফেলেন ওই দপ্তরের অফিস সহকারী নিরব মাহমুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন ও সূর্যাস্তের আগে পতাকা নামিয়ে ফেলার কথা থাকলেও মহান বিজয় দিবসের মতো দিনেও ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তা মানলেন না।
এ বিষয়ে বিভাগীয় একাউন্ট কন্ট্রোলালের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা চেষ্টা করলেও তা সম্ভব হয় নি।

অন্যদিকে সংবাদ প্রকাশ না করার জন্য ওই দপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের ম্যানেজে চেষ্টা চালায় বলেও জানা গেছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের সুশীল সমাজ। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল বলেন, জাতীয় পতাকা অবমাননা একটি অনৈতিক কাজ, কিছু কিছু সরকারী কর্মকর্তাদের উদাসীনতায় এররকম ন্যক্কারজনক কাজ হয়ে থাকে, আমি এর তিব্র নিন্দা জানাই।

এব্যাপারে জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানায়, জাতীয় পতাকা অবমাননা খুবই দুঃখজনক, আমি দ্রুত এব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net