শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

আমতলীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

dynamic-sidebar

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম হাওলাদারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্ত্বরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের হাতেম গাজীর বাড়ীর সামনের রাস্তায়। আহত ইউপি সদস্যকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত সূত্রে জানাগেছে, কুকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম হাওলাদারকে রাত সারে ১০টার দিকে কুকুয়া মৃধাবাড়ী ষ্ট্যান্ড থেকে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার সময় পথিমধ্যে কৃষ্ণনগর গ্রামের হাতেম গাজী বাড়ীর সামনের রাস্তায় পৌছলে সেখানে পূর্বে থেকে ওৎ পেতে থাকা হাতেম গাজীর পুত্র শহীদ গাজী ও খোকন গাজীসহ আরো ৪/৫ জন চলন্ত মোটর সাইকেলে রামদা দিয়ে বাড়ী মেরে মনিরকে গাড়ী থেকে ফেলে দেয়।

 

এসময় দুর্বৃত্ত্বরা মনিরের মাথায় রামদা দিয়ে কোপ মেরে ও এলোপাথারী পিটিয়ে আহত করে। মনিরের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে মনিরকে ফেলে দুর্বৃত্ত্বরা পালিয়ে যায়। স্বজন ও স্থাণীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে
প্রেরণ করেন।

 

আহত মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, সম্প্রতি আমার ওয়ার্ডের সুলতান হাওলাদারের বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়। সে ডাকাতির সময় সুলতান হাওলাদর দস্তাদস্তি করে এক ডাকাতের ফোন ছিনিয়ে রেখে দেয়। সেই ফোনটি একই এলাকার মোতালেবের পুত্র শামীমের চিহ্নিত হওয়ায় আমাকে দোষারুপ করে হত্যা করার উদ্দেশ্যে শহীদ গাজী ও খোকন গাজীসহ আরো ৪/৫ জন আমাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

 

তিনি আরো বলেন, এই ইউনিয়নে বিগত দিনে যতগুলো চুরি ডাকাতির ঘটনা ঘটেছে সবগুলোর সাথে এরা জড়িত। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে জানান, ইউপি সদস্যকে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net