বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৭

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রফেসর মো. জিয়াউল হক

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রফেসর মো. জিয়াউল হক

dynamic-sidebar

আমিনুর রহমান শামীম,বিশেষ প্রতিবেদকঃশুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন ঢাকা  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক। ২০১৯-২০২০ অর্থবছরে দাফতরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসাবে এ পুরস্কার দেওয়া হবে। গত ২৮ জুন (রোববার) শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরুস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

বরিশালের কৃতি সন্তান মো. জিয়াউল হক ইতিপূর্বে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়াম্যান ছিলেন। তার দায়িত্ব পালনকালে তিনি বরিশাল শিক্ষাবোর্ডকে শিক্ষক- কর্মচারী, ছাত্র অভিবাবক সহ শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত করে গেছেন। বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডর সুযোগ্য চেয়ারম্যান  হিসেবে  শিক্ষাবিদ প্রফেসর জিয়াউল হক জাতীয় শুদ্ধাচার পুরুষ্কারে ভুষিত হওয়ায় বরিশালের বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছেন।

 

এছাড়া শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আরো দুই কর্মকর্তা-কর্মচারী। পুরস্কার হিসাবে নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীকে সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে।

 

আরও দুজন পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব( উন্নয়ন) সৈয়দা নওয়ার জাহান এবং শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস সহায়ক (বিশ্ববিদ্যালয় শাখা) জান্নাতুল ফেরদৌস।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net