রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
মাধবপাশায় আ’লীগ নেতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাধবপাশায় আ’লীগ নেতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

dynamic-sidebar

আফনান সাঈদ আলিফ,বাবুগঞ্জ প্রতিনিধিঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে পরিকল্পিত হত্যাকান্ডের শিকার হওয়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডেকরেটর ব্যবসায়ী লোকমান হোসেন খোকন সিকদারের খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারসহ তাদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ। মাধবপাশা বাজারের তিনমঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বুধবার বরিশাল-বানারীপাড়া সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিনমঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবুল সমাদ্দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুর রহমান সিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, মাধবপাশা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাজা দিলীপ কুমার রায়, স্থানীয় ইউপি মেম্বার মানিক তালুকদার প্রমুখ।

ওই মানববন্ধনে লোকমান হোসেন খোকন সিকদারের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার সহ্রাধিক জনতা অংশ নেয়।

উল্লেখ্য, মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও তিনমঠ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লোকমান হোসেন খোকন সিকদারকে (৪০) গত ২৬ জুলাই রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনের রাস্তায় ধারালো অস্ত্রের সাহায্যে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যামামলা দায়ের করেন। তবে খুনের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই এনামুল হক বলেন, ‘হত্যাকান্ডটি ছিল ক্লুবিহীন একটি পরিকল্পিত খুন। ১৩ শতাংশ জমির কেনাবেচা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছি আমরা। তবে যেহেতু ঘটনাটি স্পর্শকাতর খুনের একটি ঘটনা তাই নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে আগাচ্ছে পুলিশ।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net