রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

বরিশালে মা ইলিশ রক্ষায় ১৪১ জনের কারাদণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগে মা ইলিশ রক্ষার অভিযানে গত ছয় দিনে ১৪১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।পাশাপাশি ৩ লাখ ৭৫ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় নিষিদ্ধ।নিষেধাজ্ঞা পালন নিশ্চিতে সেদিন থেকেই বিভাগের ছয় জেলায় চলছে অভিযান।বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ৯ অক্টোবর পর্যন্ত বিভাগে ২৮২ টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান হয় ৭২১টি।

 

 

এসব অভিযান থেকে ২ দশমিক ৫৯৪ টন ইলিশ জব্দ করা হয়।অভিযানে প্রায় ১৮ দশমিক ১৯৯ লাখ মিটারের কারেন্ট জাল জব্দ করে প্রশাসন ও আইনরশৃঙ্খলা বাহিনী।অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে এবার বেশি জেলের কারাদণ্ড হয়েছে বলে মৎস বিভাগ সূত্রে জানা গেছে।এর মধ্যে বরিশাল জেলায় একদিনেই ২৪ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

 

 

গত ছয় দিনে বিভাগের বিভিন্ন জেলায় ১৪১ জনের কারাদণ্ড হয়েছে।মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ‘ইলিশ আহরণ নিষিদ্ধের মৌসুমে কেউ মাছ ধরতে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে। ‘আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হবে না, সে যতই ক্ষমতাবান হোন না কেন।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net