সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:০২

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

বরিশালে ডেঙ্গুতে নারীসহ চারজনের মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন- ঝালকাঠির সদর উপজেলার নেহালপুর এলাকার বাসিন্দা মনোয়ারা (৫৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা হালিমা বেগম (৭৫), গৌরনদী উপজেলার বাসিন্দা হালিমা বেগম (৬১) ও মুলাদী উপজেলার মো. লোকমান (৩৮)।

স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজন মারা যান।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২০ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, বর্তমানে বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১৪২, পটুয়াখালী সদর হাসপাতালে ৫৮, ভোলার সদর হাসপাতালে ৩৯, পিরোজপুর সদর হাসপাতালে ১৫৩, বরগুনা জেলা সদর হাসপাতালে ১১৩ এবং ঝালকাঠি সদর হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ হাজার ৭১০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৭৫০ জন রোগী।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net