মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:০৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

নগরীতে বিএনপির নাশকতা রুখে দিল জসিম উদ্দিন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বিএনপির ডাকা ২৪ ঘণ্টার হরতাল সমর্থনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক বিক্ষোভ মিছিল করেছে নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। নগরীর কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।এসময় নেতাকর্মীরা পার্শ্ববর্তী সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চালায়।

 

 

এদিকে, সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর রূপাতলী এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে মালবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। এসময় বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দিলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়।

 

 

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধরার চেষ্টা করলে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।পরে তারা রুপাতলি এলাকায়র বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয়। এব্যাপারে মোঃ জসিম উদ্দিন লেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ভাইয়ের নির্বাচনী পোস্টার লাগানোর কাজ করছিলাম,তখন খবর পেলাম রুপাতলি এলাকায় বিএনপি-জামায়াতের লোকজন নাশকতা করার পরিকল্পনা করছে। বেশ কয়েকজন জড়ো হয়েছে বিক্ষোভ ও গাড়িতে আগুন দিবে।

 

 

এমন খবর পেয়ে সাথে সাথে আমার সাথে থাকা ছাত্রলীগের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন,অবাদ সুষ্ঠু নির্বাচন বানচাল করার জন্য তারা এরকম কার্যক্রম চালাচ্ছে। যতদিন আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন বিএনপি-জামায়াতের এই নৈরাজ্যের প্রতিবাদ করেই যবো। অন্যদিকে, নগরীর বিএম কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল কবির রনির মুক্তি দাবি করেন। হাসপাতাল রোডে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

 

 

অপরদিকে, ২৪ ঘণ্টার হরতালে বরিশাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নৌবন্দরে যাত্রী সংকট রয়েছে। ফলে বরিশালের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে লঞ্চ চলছে। হরতালকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ স্পটে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। টার্মিনালসহ চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাতে দেখা গেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের। এসময় নেতাকর্মীরা হরতাল সফলে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলে বিভিন্ন স্লোগান দেন।

 

 

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রী কম থাকলেও অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ যাত্রী নিয়ে যাবে। বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, নগরীর আইন শৃংখলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net